Home শিক্ষা ও কেরিয়ার রাইমা সেনের হাত ধরে সম্প্রসারন হল পুরুষোত্তম ভাগচাঁদকা অ্যাকাদেমির

রাইমা সেনের হাত ধরে সম্প্রসারন হল পুরুষোত্তম ভাগচাঁদকা অ্যাকাদেমির

রাইমা সেনের হাত ধরে সম্প্রসারন হল পুরুষোত্তম ভাগচাঁদকা অ্যাকাদেমির
ছবি সৌজন্য :- অনুষ্টুপ ভট্টাচার্য

২০০১ সালে পথ চলা শুরু হয়েছিল। লখী পরমআত্মা চ্যারিটেবেল ট্রাস্টের উদ্যোগে যাত্রা শুরু করেছিল এই শিক্ষার পীঠস্থান। সম্প্রতি টালিগঞ্জ করুণাময়ীতে পুরুষোত্তম ভাগচাঁদকা একাডেমীর নতুন বিল্ডিংয়ের উদ্বোধন করলেন অভিনেত্রী রাইমা সেন। পি কে ভাগচাঁদকার ‘ব্রেনচাইল্ড’ এই ইংরেজি মাধ্যম স্কুলে বর্তমানে প্রায় ৯০০ ছাত্র ছাত্রী অবৈতনিক ভাবে পড়াশুনা করছেন। ৫০০০০ স্কোয়ারফিটের নিউ ব্লক উদ্বোধন করে নায়িকা রাইমা সেন জানালেন ” ছোটদের এই পড়ার স্কুলটি আগামীদিনের নতুন নতুন টালেন্টেড স্টুডেন্ট তৈরি করবে এই স্কুল তাই আমি তাদের শুভেচ্ছা জানাতে এসেছি । নাচ গান থেকে কম্পিউটার ট্রেনিং সবেতেই যে এখানকার দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্র ছাত্রীরা নানা অভিনব শিক্ষায় শিক্ষিত হয়ে উঠতে পারছে এটা সত্যি গর্বের।

ছবি সৌজন্য :- অনুষ্টুপ ভট্টাচার্য