Home লাইফস্টাইল বন্যপ্রাণী সংরক্ষণের সচেতনতা বৃদ্ধিতে ‘SHER’র ক্যালেন্ডার প্রকাশিত হল

বন্যপ্রাণী সংরক্ষণের সচেতনতা বৃদ্ধিতে ‘SHER’র ক্যালেন্ডার প্রকাশিত হল

বন্যপ্রাণী সংরক্ষণের সচেতনতা বৃদ্ধিতে ‘SHER’র ক্যালেন্ডার প্রকাশিত হল
ছবি সৌজন্য :- অনুষ্টুপ ভট্টাচার্য

কলকাতার বুকে ৩রা জানুয়ারী SHER’র উদ্যোগে বন্যপ্রাণী সংরক্ষণের সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে প্রতিবারের ন্যায় এবছর ও টালিগঞ্জের প্রখ্যাত আধুনিক আড্ডাস্থল চায়ওয়ালা শপে টেবিল ক্যালেন্ডারের আত্মপ্রকাশ ঘটলো । বন্যপ্রাণীদের নিয়ে করা টেবিল ক্যালেন্ডারে ১২ টি বন্য প্রাণীর ছবি একেছেন প্রথিতযশা শিল্পী পার্থ দাশগুপ্ত। শহরায়ন,বিশ্ব উষ্ণায়ন,বিশ্বায়নের এই আধুনিক যুগে বন্যপ্রাণী সংরক্ষণ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় । বন্যপ্রাণী সংরক্ষণের জনসচেতনতার উদ্দেশ্যে এবং জনমানসে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে SHER সারা বছর ধরে কাজ করেন। এমনটাই জানালেন সংস্থার সংগঠক জয়দীপ কুন্ডু। ক্যালেন্ডারের মাধ্যমে জনগনকে বন্যপ্রাণী সংরক্ষণের বার্তা দেয়া হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক তথা অভিনেতা অরিন্দম শীল,বিখ্যাত তবলা বাদক বিক্রম ঘোষ,অভিনেত্রী সোহিনী সরকার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।