Home আপডেট অসমের তিনসুকিয়া জেলায় অয়েল ইন্ডিয়া লিমিটেডের কূপে ভয়াবহ আগুন

অসমের তিনসুকিয়া জেলায় অয়েল ইন্ডিয়া লিমিটেডের কূপে ভয়াবহ আগুন

অসমের তিনসুকিয়া জেলায় অয়েল ইন্ডিয়া লিমিটেডের কূপে ভয়াবহ আগুন

গুয়াহাটি থেকে ৫০০ কিলোমিটার দূরে তিনসুকিয়ার বাগজানের এই কূপ থেকে গ্যাস লিক শুরু হয়েছে গত ২৭ মে থেকে।পরিস্থিতির উপর নজর রেখেছেন অসম সরকারের উচ্চপদস্থ আধিকারিকরা। বিপর্যয় মোকাবিলা করার জন্য দু’সপ্তাহ আগে থেকেই মোতায়েন রয়েছে এনডিআরএফ-এর টিম। ইতিমধ্যেই গোটা ব্যাপারটা নিয়ে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে কথা বলেছেন অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল। এছাড়াও ভারতীয় সেনাবাহিনী এবং বায়ুসেনার কাছে আগুন নিয়ন্ত্রণের জন্য সাহায্য চেয়েছে অসম সরকার। এছাড়াও সোমবার সকালে সিঙ্গাপুর থেকে অসম পৌঁছেছে বিশেষজ্ঞদের একটি দল। তারা তদন্তও শুরু করেছে।

 

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে বিধ্বংসী আগুনের ছবি। আশেপাশে জমি পুড়ে খাক হয়ে গিয়েছে। মাত্র ৩ কিলোমিটার দূরের ডিব্রু-সাইখোয়া ন্যাশনাল পার্কের বিলুপ্তপ্রায় ডলফিন এবং অন্যান্য জলজ প্রাণের মৃত্যু হয়েছে। স্থানীয় মাগুড়ি বিল জলাভূমি, ধানক্ষেত, জলাভূমি, পুকুর, স্থানীয় ছোট চা-বাগান সর্বত্রই জমা হয়েছে গ্যাসের আস্তরণ। দূষিত হয়ে গিয়েছে প্রায় গোটা এলাকা। গ্যাসের দূষণের আতঙ্কে ভুগছেন স্থানীয়রা। ওই কূপের আশেপাশের দেড় কিলোমিটার এলাকা থেকে প্রায় ৬ হাজার মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।এলাকার জলাভূমি এবং জীববৈচিত্র্যে ব্যাপক প্রভাব ফেলেছে প্রাকৃতিক গ্যাসের কূপের এই আগুন। ক্ষতিগ্রস্ত পরিবার পিছু ৩০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে অয়েল ইন্ডিয়া লিমিটেড।