Home আপডেট Abhijit Ganguly vs Soumen Sen: হাইকোর্টে বেনজির সংঘাত, তৃণমূলের হয়ে কাজ করছেন সৌমেন সেন, বললেন অভিজিৎ গাঙ্গুলি

Abhijit Ganguly vs Soumen Sen: হাইকোর্টে বেনজির সংঘাত, তৃণমূলের হয়ে কাজ করছেন সৌমেন সেন, বললেন অভিজিৎ গাঙ্গুলি

Abhijit Ganguly vs Soumen Sen: হাইকোর্টে বেনজির সংঘাত, তৃণমূলের হয়ে কাজ করছেন সৌমেন সেন, বললেন অভিজিৎ গাঙ্গুলি

[ad_1]

মেডিক্যালে সংরক্ষিত আসনে অসংরক্ষিত ছাত্র ভর্তির মামলায় বেনজির সংঘাতে জড়ালেন কলকাতা হাইকোর্টের ২ বিচারপতি। এমনকী বিচারপতি সৌমেন সেনকে বিচারপতির পদ থেকে সরানোর প্রক্রিয়া শুরু হওয়া উচিত বলে মন্তব্য করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এমনকী বিচারপতি সেন একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে কাজ করছেন বলেও মন্তব্য করেন তিনি।

এদিন বিচারপতি গঙ্গোপাধ্যায় তাঁর নির্দেশনামায় লিখেছেন, বড়দিনের ছুটির আগে শেষ যে দিন আদালতের কাজ হয়, সেদিন বিচারপতি অমৃতা সিনহাকে হাইকোর্টে নিজের চেম্বারে ডেকে পাঠিয়েছিলেন। সেখানে বিচারপতি সেন বিচারপতি সিনহাকে বিচারপতি সেন রাজনৈতিক নেতার মতো নির্দেশ দিয়ে বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা রাজনৈতিক ভবিষ্যত রয়েছে। তাই তাঁকে বিরক্ত করা যাবে না। বিচারপতি সিনহার বেঞ্চের লাইভ স্ট্রিমিং বন্ধ করতে হবে। এছাড়া বিচারপতি সিনহার বেঞ্চে প্রাথমিক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত যে ২টি মামলা রয়েছে তা খারিজ করতে হবে।

বিচারপতি গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, বিচারপতি সিনহা তাঁকে একথা জানিয়েছেন। শুধু তাই নয় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে একথা জানিয়ে চিঠি দিয়েছেন তিনি। বিষয়টি এর পর সুপ্রিম কোর্টকে জানিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। এদিন বিচারপতি গঙ্গোপাধ্যায় প্রশ্ন তোলেন, কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্বকে কি বাঁচানোর চেষ্টা করছেন বিচারপতি সেন? নইলে রায়ের কপি না দেখে কী করে আমার রায়ে স্থগিতাদেশ দিলেন তিনি? যে কেউ তাঁর এজলাসে গিয়ে এই আবদার করলে তিনি মানবেন তো? একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে কাজ করছেন তিনি। কেন তাঁর ইমপিচমেন্টের প্রক্রিয়া শুরু হবে না?

পালটা বিচারপতি গঙ্গোপাধ্যায়কে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন, কেন আপনার এজলাসের লাইভ স্ট্রিমিং হয় না? আপনি কী লুকানোর চেষ্টা করছেন? আপনাকে বিজেপি টিকিট দেওয়ার প্রস্তাব দিয়েছিল, সেটা কি আপনি অস্বীকার করতে পারেন?

 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here