Home আপডেট Abhishek Banerjee: অভিষেকের হাজিরা নিয়ে সাবধানী BJP, আঁতাতের অভিযোগে সরব বাম – কং

Abhishek Banerjee: অভিষেকের হাজিরা নিয়ে সাবধানী BJP, আঁতাতের অভিযোগে সরব বাম – কং

Abhishek Banerjee: অভিষেকের হাজিরা নিয়ে সাবধানী BJP, আঁতাতের অভিযোগে সরব বাম – কং

[ad_1]

অভিষেক বন্দ্যোপাধ্যায় ইডি দফতর থেকে মাত্র ১ ঘণ্টায় ছুটি পেয়ে যাওয়ায় একযোগে বিজেপিকে আক্রমণ করল বাম ও কংগ্রেস। ওদিকে সাবধানী প্রতিক্রিয়া বিজেপির। বৃহস্পতিবার ইডি দফতরে হাজিরা দিয়ে প্রয়োজনীয় নথি জমা দেওয়ার পর মাত্র ১ ঘণ্টা পরই বেরিয়ে আসেন অভিষেক।

অভিষেকের হাজিরা নিয়ে সাবধানী বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, ‘একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন উনি তদন্তে সহযোগিতা করবেন। অন্য দিকে উনি রক্ষাকবচ চেয়ে আদালতে দৌড়ে বেড়াচ্ছেন। দুটো একসঙ্গে হতে পারে না। রাজ্যের মানুষ এই ডাকাডাকিতে ক্লান্ত। তাদের মতো আমরাও চাই তদন্ত শেষ হোক। দোষীরা শাস্তি পাক। রাজ্যের স্কুলগুলিতে যোগ্য শিক্ষকরা ফিরুন’।

ওদিকে এই ঘটনায় তৃণমূল – বিজেপি আঁতাত দেখতে পাচ্ছে বাম – কংগ্রেস। বাম নেতা সুজন চক্রবর্তী বলেন, ‘উনি যখন গেছেন তখন বুঝেই গেছেন যে বেরিয়ে আসবেন। দিল্লিতে সব সমঝোতা হয়ে আছে। মোদী অমিত শাহ কখনও তৃণমূলকে বিব্রত করতে চান না’।

প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী বলেন, ‘সমঝোতা চলছে। ইডি – সিবিআই ডেকে চা খাইয়ে বাড়ি পাঠিয়ে দিচ্ছে। গ্রেফতার করলে অনেক আগেই করতে পারত। সমঝোতা আগেই হয়ে গেছে। INDIA জোটে বেশি কিছু কোরো না। মোদী – অমিত শাহের বিরুদ্ধে অল্প বলো। চোরেরা জেলে আর চোরেদের সরদার ঘুরে বেড়াচ্ছে, ইডি – সিবিআই জানে না কিছু’?

ইডির তলবে বৃহস্পতিবার বেলা ১১টা ০৫ মিনিটে সিজিও কমপ্লেক্সে পৌঁছন অভিষেক। বেলা ১২টা ১০ মিনিট নাগাদ বেরিয়ে আসেন তিনি। এর পর তিনি জানান, ইডিকে ৬০০০ পাতার নথি জমা দিয়েছেন তিনি। আবার ডাকলে আবার আসবেন। কারণ তাঁর কিছু লুকানোর নেই।

 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here