Home আপডেট Abhishek Banerjee: ‘আমার ধর্ম আমায় শেখায়নি সেই উপাসনার স্থলকে মেনে নিতে যেখানে…’ লিখলেন অভিষেক

Abhishek Banerjee: ‘আমার ধর্ম আমায় শেখায়নি সেই উপাসনার স্থলকে মেনে নিতে যেখানে…’ লিখলেন অভিষেক

Abhishek Banerjee: ‘আমার ধর্ম আমায় শেখায়নি সেই উপাসনার স্থলকে মেনে নিতে যেখানে…’ লিখলেন অভিষেক

[ad_1]

রাত পোহালেই রামমন্দিরের প্রাণ প্রতিষ্ঠা। গোটা দেশ ভাসছে রামমন্দিরের আবেগে। ২২শে জানুয়ারির জন্য প্রহর গুনছে গোটা দেশ। তার আগে রামমন্দিরের নাম না করে এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। তিনি লিখেছেন, আমার ধর্ম আমায় শেখায়নি সেই উপাসনার স্থানকে মেনে নিতে, তাকে গ্রহণ করতে সেটা মন্দির, মসজিদ, চার্চ, গুরুদোয়ারা যাই হোক না কেন যেটা ঘৃণা, হিংসা আর সাধারণ মানুষের মৃতদেহের উপর তৈরি।…

লিখেছেন অভিষেক। সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি। অনেকেই মনে করছেন তিনি সম্ভবত বাবরি মসজিদের ধ্বংসের সেই কালোদিনকে আরও একবার সামনে আনতে চাইলেন। রামমন্দির প্রতিষ্ঠার আগের যে ইতিহাস সেটাই কি তুলে ধরতে চাইলেন অভিষেক? অনেকের কাছে সেই ইতিহাস নাকি কলঙ্কময়। তবে সমাজমাধ্যমে তিনি পোস্ট করার পরেই কার্যত নানা মন্তব্য করছেন নেটপাড়ার লোকজন।

 

একজন লিখেছেন, ওই নির্দোষদের মৃত্যুর জন্য আপনার মামা মুলায়ম দায়ী ছিলেন। আপনার দলও মুসলিম তোষণকে মেনে চলে। অপর একজন লিখেছেন বাংলা সহ গোটা ভারত জুড়ে সাধারণ হিন্দুদের উপর যে অত্যাচার হয়েছে, যে গণহত্যা হয়েছে সেটাকেও তাহলে বয়কট করুন।

এদিকে অযোধ্য়ায় যেদিন রামমন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হবে তখনই বাংলায় হবে সংহতি মিছিল। নেতৃত্বে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়।

মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার মিছিলের নেতৃত্ব দেবেন। সেটি হাজরা মোড় থেকে পার্ক সার্কাস পর্যন্ত যাবে। অযোধ্যার রামমন্দিরে রামলালার প্রাণপ্রতিষ্ঠার দিন রাজ্য জুড়ে ‘সংহতি যাত্রা’র দলীয় কর্মসূচি ঘোষণা করেছেন তৃণমূল সুপ্রিমো। কালীঘাট মন্দিরে পুজো দেওয়ার কথা আছে। তারপর হাজরা থেকে মিছিল করে পার্ক সার্কাস ময়দানে গিয়ে সভা করবেন মুখ্যমন্ত্রী। সব ধর্মের প্রতিনিধিদের নিয়েই পথ চলবেন তিনি। বিভিন্ন ধর্মের উপাসনাস্থলে তিনি যাবেন বলে খবর।

অন্যদিকে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বহু জায়গায় এই রামমন্দির ইস্যুর সঙ্গে জড়িয়ে গিয়েছে রাজনীতি। আর সেই নিরিখে রাম মন্দির নিয়ে কর্মসূচি পালন করতে গিয়ে যদি বাধা পান তবে কি করবেন?

এনিয়ে রামমন্দির কর্মসূচিকে ঘিরে হেল্পলাইন চালু করল বঙ্গ বিজেপি। বিজেপি ওয়েস্ট বেঙ্গলের তরফে এক্স হ্যান্ডেলে এনিয়ে লেখা হয়েছে। সেখানে লেখা হয়েছে, ২২ জানুয়ারি ২০২৪ কোনও জায়গায় রামমন্দির নিয়ে কর্মসূচি পালন করতে গিয়ে কোনও বাধা পেলে বা কোনও অপ্রীতিকর ঘটনার আইনি সহযোগিতার জন্য় কল করুন এই হেল্পলাইনে 7605026115। এই নম্বরে প্রয়োজনে ফোন করতে পারেন।

 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here