Home আপডেট Abhishek Banerjee: ‘৩১ডিসেম্বরের আগে ঘাটাল মাস্টারপ্ল্যান’, ‘গ্যারান্টি’ অভিষেকের, কটাক্ষ শুভেন্দুর

Abhishek Banerjee: ‘৩১ডিসেম্বরের আগে ঘাটাল মাস্টারপ্ল্যান’, ‘গ্যারান্টি’ অভিষেকের, কটাক্ষ শুভেন্দুর

Abhishek Banerjee: ‘৩১ডিসেম্বরের আগে ঘাটাল মাস্টারপ্ল্যান’, ‘গ্যারান্টি’ অভিষেকের, কটাক্ষ শুভেন্দুর

[ad_1]

৩১ ডিসেম্বরের আগে ঘাটাল মাস্টারপ্ল্যানের কাজ হবে। রবিবার তৃণমূল প্রার্থী দেবের প্রচারে গিয়ে এই আশ্বাস দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রার্থীকে পাশে নিয়ে তিনি জানান, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, কেন্দ্র টাকা না দিলে রাজ্য তার নিজের অর্থে এই কাজ করবে। যত টাকা লাগুক, রাজ্য সরকার সেই টাকা দেবে।

এদিন ঘাটালে তৃণমূল প্রার্থী দেবকে নিয়ে রোড শো করে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই রোড শোর শেষে জনসভায় তিনি ঘাটাল মাস্টারপ্ল্যান প্রসঙ্গ তোলেন। সভাথেকে তিনি বলেন, ‘গত ফেব্রুয়ারি মাসে দেব যখন আমার সঙ্গে দেখা করতে এল তখন আমি বললাম তুমি অভিমানী হচ্ছ কেন? ও বলল, আমি দুবার সাংসদ হয়েছি। আমি মানুষকে কথা দিয়েছিলাম ঘাটাল মাস্টারপ্ল্যান করব। কিন্তু ১০ বছরেরও তা করতে পারেনি।’

আরও পড়ুন। তৃণমূলে ঢোকার জন্য এসেছিলেন, দরজা বন্ধ করে দিয়েছি’, হিরণ প্রসঙ্গে বললেন অভিষেক

প্রকল্পের টাকা দেবে রাজ্য

তা শুনে অভিষেক বলেন, ‘আমি বললাম এদের থেকে আশা করো না। যারা শ্রমিকের টাকা আটকে রাখে, গরিব মানুষের বাড়ির টাকা আটকে রাখে তারা কখন কৃষকদের স্বার্থে ঘাটাল মাস্টারপ্ল্যান করবে না। আমি তখন মুখ্যমন্ত্রীকে ফোন করি, তিনি বলেন, দেবকে বল, যদি এক মাসের মধ্যে কেন্দ্র টাকা না দেয়, তবে এই বছর ৩১ ডিসেম্বরের আগে আমার সরকার ঘাটাল মাস্টারপ্ল্যান করবে। বারোশ, চোদ্দশ, পনেরশো কোটি, যাই লাগুক আমাদের মা-মাটি-মানুষের সরকার তা দেবে। আগামী নির্বাচন ঘাটাল মাস্টারপ্ল্যানকে সামনে রেখে হবে।’

আরও পড়ুন। ‘‌গণঅবরোধ করে ঘিরে রাখবেন’‌, ভূপতিনগরের বাসিন্দাদের নিদান দিলেন কুণাল

আরও পড়ুন। রেজিস্টার হয়তো বানানো হয়ে থাকতে পারে, ওই হাতের লেখা জিতেন্দ্র তিওয়ারির নয়: শুভেন্দু

শুভেন্দুর প্রতিক্রিয়া

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের প্রতিক্রিয়ায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঘাটার মাস্টারপ্ল্যান না হওয়ার জন্য তৃণমূল সরকারের বিরুদ্ধে তোপ দাগেন। তিনি বলেন, ‘কেন্দ্র টাকা নিয়ে বসে আছে। এই ধরনের প্রকল্পের পঞ্চাশ শতাংশ অর্থ কেন্দ্র দেয়, বাকি পঞ্চাশ শতাংশ রাজ্য দেয়। এতদিন রাজ্য সরকার জমি অধিগ্রহণ করেনি বলে ঘাটাল মাস্টারপ্ল্যান কার্যকর হয়নি।’ প্রসঙ্গক্রমে শুভেন্দু এদিন দেবকেও নিশানা করেন।

আরও পড়ুন। মথুরাপুরে প্রার্থী দিল সিপিএম, কংগ্রেসের সঙ্গে জোটে জট, পুরুলিয়ায় পৃথক প্রার্থী ফরওয়ার্ড ব্লকের

আরও পড়ুন। কেন্দ্রীয় বঞ্চনার কথা বাড়ি বাড়ি গিয়ে বলুন, পঞ্চায়েত প্রধানদের নির্দেশ অভিষেকের

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here