Home আপডেট Abhishek Banerjee: ৪ লাখের বেশি ভোটে জেতাতে হবে ২৪-এ, ডায়মন্ড মডেলের টার্গেট দিলেন অভিষেক

Abhishek Banerjee: ৪ লাখের বেশি ভোটে জেতাতে হবে ২৪-এ, ডায়মন্ড মডেলের টার্গেট দিলেন অভিষেক

Abhishek Banerjee: ৪ লাখের বেশি ভোটে জেতাতে হবে ২৪-এ, ডায়মন্ড মডেলের টার্গেট দিলেন অভিষেক

[ad_1]

কার্যত ডায়মন্ডহারবার কেন্দ্রের জন্য টার্গেট বেঁধে দিলেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। ডায়মন্ডহারবারের সরিষা ও মশাট খাজেরপোলের বস্ত্র বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিষেক। সেখানেই একেবারে টার্গেট বেঁধে দিলেন তিনি।

সামনেই লোকসভা ভোট। তার আগে যে যার মতো করে রাজনৈতিক জমি শক্তপোক্ত করার কাজ করছে রাজনৈতিক দলগুলি। তবে তার মধ্য়ে লোকসভা ভোট কত ভোটের ব্যবধান করতে হবে তা নির্দিষ্ট করে দিলেন অভিষেক।

পরিসংখ্যান বলছে ২০১৯ সালের ভোটে ডায়মন্ডহারবার কেন্দ্রে তৃণমূল ৩ লক্ষ ২১ হাজার ভোটে জিতেছিল। আর এবার সামনে ২০২৪ এর লোকসভা নির্বাচন। তার আগে অভিষেক জানিয়ে দিলেন এবার ভোটের ব্যবধান ৪ লক্ষ পার করতে হবে।

একদিকে টার্গেট বেঁধে দিলেন অভিষেক। অন্য়দিকে তিনি এনিয়ে বিরোধীদের স্নায়ুর চাপও বাড়িয়ে দিলেন। বছর ঘুরলেই ভোট হতে পারে। তার আগে বিরোধীদের রক্তচাপ বাড়িয়ে দিলেন অভিষেক। অভিষেক জানিয়েছেন, ২০২১ সালের ভোটের আগে ওরা বলেছিল অভিষেকের অফিসে তালা পড়ে যাবে। অসমের মুখ্য়মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ১ মাস এখানে পড়েছিলেন। মোদী এসে বলেছিলেন, অভিষেক হারছে। …তবে ২০১৯ সালে সবচেয়ে ভোট আমরা পেয়েছিলাম। সেই সংখ্য়াটা ছিল ৭ লাখ ৯৪ হাজার। এটা ছিল রেকর্ড ভোট। …২০২৪ সালে ভোটের ব্যবধান বাডি়য়ে ৪ লক্ষ পার করতে হবে।

অভিষেক বলেন, এটা আপানাদের কাছে আমার চাওয়া। আমার যা দরকার আমি আপনাদের কাছে চাইব। আপনাদের যা প্রয়োজন আপনারা আমায় বলবেন আমি সাধ্যমত তা আপনাদের কাছে পৌঁছে দেব।

কমিউনিটি কিচেনের কথা তুলে ধরেন তিনি। কমিউনিটি কিচেনের মাধ্য়মে কীভাবে তিনি সাধারণ মানুষের পাশে ছিলেন সেকথা তুলে ধরেন তিনি। ডায়মন্ডহারবার মডেল সারা ভারতে দৃষ্টান্ত করেছিল বলেও তিনি উল্লেখ করেন।

তবে এবার ভোটেও ডায়মন্ডহারবার মডেল আনতে চাইছে তৃণমূল। এক দুটো ভোটে নয়, একেবারে চার লাখ ভোটের ব্যবধান চান অভিষেক। তবে এটা পরিষ্কার যে তিনি তাহলে ডায়মন্ডহারবার থেকেই দাঁড়াবেন।

 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here