Home আপডেট Abhishek Banerjee in LS Vote: বাকি ৪১ নিয়ে ঘামাবেন না মাথা? লোকসভা ভোটে শুধুই ডায়মন্ডে অভিষেক, মানাতে পারলেন না কুণালরাও

Abhishek Banerjee in LS Vote: বাকি ৪১ নিয়ে ঘামাবেন না মাথা? লোকসভা ভোটে শুধুই ডায়মন্ডে অভিষেক, মানাতে পারলেন না কুণালরাও

Abhishek Banerjee in LS Vote: বাকি ৪১ নিয়ে ঘামাবেন না মাথা? লোকসভা ভোটে শুধুই ডায়মন্ডে অভিষেক, মানাতে পারলেন না কুণালরাও

[ad_1]

তিনি তৃণমূল কংগ্রেসের সেনাপতি। বাংলার পাশাপাশি জাতীয় স্তরেও দলের প্রসার ঘটানোর দিকে তাঁর নজর। এই আবহে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তিনি গোটা বাংলা সহ পড়শি রাজ্য চষে ফেলবেন, এটাই আশা করা হচ্ছিল। তবে রিপোর্ট অনুযায়ী, এমনটা হবে না। ২০২৪-এর লোকসভা ভোটে নিজের মনপ্রাণ তিনি ডায়মন্ড হারবারেই উৎসর্গ করবেন বলে জানিয়েছেন অভিষেক। ইতিমধ্যেই ভাঙড়ের বিধায়ক নৌশাদ সিদ্দিকি ঘোষণা করেছেন, আসন্ন লোকসভা ভোটে তিনি ডায়মন্ড হারবার থেকে লড়াই করবেন। বামেরা তাঁকে সমর্থন করছে। কংগ্রেস যার সাথেই জোট করুক না কেন, তারা ডায়মন্ডে প্রার্থী দেবে না বলেই মনে করা হচ্ছে। এই আবহে ত্রিমুখী লড়াই হতে পারে ডায়মন্ডে। এদিকে রিপোর্ট অনুযায়ী, তৃণমূল নেতৃত্ব এবং বাংলার প্রশাসনের একাংশের ওপর ক্ষুব্ধ অভিষেক। এই আবহে কতকটা ‘অভিমান’ করেই এই সিদ্ধান্ত নিয়েছেন অভিষেক। (আরও পড়ুন: অভিমান? দলীয় নেতৃত্বের একাংশের ওপরই ক্ষুব্ধ অভিষেক বন্দ্যোপাধ্যায়, দাবি রিপোর্টে)

আরও পড়ুন: ৫০০ কিমি যেতে ভাড়া মাত্র ১৮৪ টাকা! অমৃত ভারতের টিকিট ছাড়তেই তা ‘ওয়েটিংয়ে’

শনিবার অভিষেকের কালীঘাটের অফিসে বৈঠকে বসেন কুণাল ঘোষ, পার্থ ভৌমিক, নারায়ণ গোস্বামী, ব্রাত্য বসু ও তাপস রায়। সেই বৈঠকে অভিষেককে দলের হাল ধরে লোকসভা ভোটের বৈতরণী পার করানোর আবেদন জানানো হয়েছিল। তবে অভিষেক নিজের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত নেতাদের নাকি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, তিনি লোকসভা ভোটে শুধুমাত্র ডায়মন্ড হারবারেই থাকবেন। তবে দল নির্দেশ দিলে অন্যত্র গিয়ে দলীয় জনসভায় অংশ নেবেন। কিন্তু সেই দিন যদি ডায়মন্ড হারবারে পূর্বনির্ধারিত কোনও কর্মসূচি থাকে, তা হলে তিনি সেই জনসভা করতে যাবেন না। বৈঠকের পর অবশ্য দলের মুখপাত্র কুণাল ঘোষ দাবি করেন, এটা একেবারেই সৌজন্য বৈঠক।

আরও পড়ুন: নতুন বছরে নয়া রুটে চালু হচ্ছে উত্তরবঙ্গগামী এক্সপ্রেস ট্রেন, জানুন বিস্তারিত

শনিবার সন্ধেবেলা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে তাঁর বাড়িতে গিয়েছিলেন অভিষেক। এদিকে রিপোর্ট অনুযায়ী, সন্ধে ৭টা নাগাদ ৩০ বি, হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়িতে যান অভিষেক। মুখ্যমন্ত্রীর চিকিৎসা সংক্রান্ত বিষয় সম্পর্কে খোঁজখবর নেন। দু’জনের মধ্যে বেশ কিছুক্ষণ কথাও হয়। তবে আসন্ন লোকসভা ভোট নিয়ে কোনও আলোচনা দু’জনের মধ্যে হয়েছে কি না, তা জানা যায়নি। এরই মধ্যে অভিষেকের ‘অভিমান’ করার বিষয়টি সামনে আসায় জল্পনাও ছড়িয়েছে বাংলার রাজনৈতিক মহলে।

এদিকে আগামী ৭ তারিখ ডায়মন্ড হারবারের পৈলানে কর্মসূচি রয়েছে সাংসদের। প্রতিশ্রুতিমতো ওই দিন তিনি ৭০ হাজার বার্ধক্য ভাতা প্রদান করবেন বলে জানা গিয়েছে। সেদিন নাকি অভিষেক ‘বেশ কিছু কথা’ বলতে পারেন। এদিকে মনে করা হচ্ছে, লোকসভা নির্বাচনের আগে ওই দিন থেকেই তিনি অলিখিতভাবে প্রচার শুরু করছেন। এর আগে বিধানসভা ভোটে গোটা বাংলা জুড়ে প্রচার চালিয়েছিলেন অভিষেক। সেই অভিষেককে হয়ত ২৪-এ দেখা যাবে না আর।

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here