Home আপডেট Abhishek takes on EC: বিজেপি-এনআইএ যোগসাজশের অভিযোগ নিয়ে কমিশনকেও কাঠগড়ায় তুললেন অভিষেক

Abhishek takes on EC: বিজেপি-এনআইএ যোগসাজশের অভিযোগ নিয়ে কমিশনকেও কাঠগড়ায় তুললেন অভিষেক

Abhishek takes on EC: বিজেপি-এনআইএ যোগসাজশের অভিযোগ নিয়ে কমিশনকেও কাঠগড়ায় তুললেন অভিষেক

[ad_1]

বিজেপির কথা মতো এনআইএ কর্তা ভূপতিনগর থেকে তৃণমূল নেতাদের গ্রেফতারের ছক কষেছিলেন। সাংবাদিক বৈঠক এমনই অভিযোগ তুলছে তৃণমূল।  এই ঘটনায় এবার নির্বাচন কমিশনের ভূমিকাকেই প্রশ্নের মুখে তুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

রবিবার এক্স হ্যান্ডেলে অভিষেক লিখেছেন, ‘আদর্শ আচরণ বিধির মধ্যেই তৃণমূলের বিরুদ্ধে ষড়যন্ত্র রচিত হচ্ছে। এনআইএ এবং বিজেপির  মধ্যে যোগসাজশ লক্ষ্য করুন। যদিও এই যোগসাজশ অব্যাহত রয়েছে, ইসিআই (নির্বাচন কমিশন) নিরপেক্ষ খেলা নিশ্চিত করার দায়িত্বকে অবহেলা করে সুস্পষ্টভাবে নীরব রয়েছে।’

তৃণমূলের অভিযোগ

রবিবার সাংবাদিক বৈঠকে তৃণমূল নেতা কুণাল ঘোষ অভিযোগ করেন, গত ২৬ মার্চ এনআইএ-র সুপার ধনরাম সিং-এর ফ্ল্যাটে যান বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি। তাঁর বক্তব্যের স্বপক্ষে তিনি ওই ফ্ল্যাটের অ্যাটেনডেন্ট রেজিস্ট্রারের পাতাও ফটোকপি দেখান। তাদের সই করে এআইএ সুপারে বাড়িতে গিয়েছিলেন জিতেন্দ্র তেওয়ারি। একই সঙ্গে তিনি ফ্ল্যাটের এগ্রিমেন্টের একটি জেরক্স কপি দেখান। সেই এগ্রিমেন্টে সই সই রয়েছে ধনরাম সিং-এর। ওই ফ্ল্যাটে যে ধনরাম সিং থাকেন তা প্রমাণ করার জন্য এগ্রিমেন্টটি কুণাল দেখান। 

আরও পড়ুন। BJP-র থেকে টাকা নিয়ে তৃণমূল নেতাদের ধরার ছক NIA কর্তার? নথি দেখিয়ে অভিযোগ TMC-র

ঘুষ দেওয়ার অভিযোগ

তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকে কুণাল দাবি করেন,  জিতেন তেওয়ারি একটি তালিকা দেন। সেই তালিকায় লেখা কোন কোন এলাকা থেকে কোন কোন তৃণমূল নেতাকে গ্রেফতার করা হবে। কুণাল আরও দাবি করেন, ওই দিনের বৈঠকে একটি সাদা প্যাকেটও দেওয়া হয় এনআইএ সুপারকে। তৃণমূল নেতার দাবি ওই প্যাকেটে টাকা ছিল। এই ঘটনা তদন্ত দাবি করেন তিনি।

আরও পড়ুন। এনআইএ অফিসারদের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে FIR ভূপতিনগরে, তদন্তে পুলিশ

কুণালের প্রশ্ন, আদর্শ আচরণ বিধি চলাকালীন কী ভাবে জিতেন্দ্র তেওয়ারি এনআইএ কর্তার বাড়িতে গেলেন?  যদি তাঁর কোনও ডেপুটেশন দেওয়ার ছিল তবে কিনি অফিসে না গিয়ে বাড়িতে গেলেন কেন? 

তাঁর এই অভিযোগের পরই এআইএ অধিকারিকদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে পুলিশ। যদিও কুণালের এই বক্তব্য নিয়ে এআইএ এবং বিজেপির তরফে কোনও মন্তব্য পাওয়া যায়নি।  

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here