Home আপডেট Aditya L1 Mission Launch Date: কবে সূর্যে পাড়ি ইসরোর? বড় ঘোষণা, আদিত্য L1 সূর্যগ্রহণের রহস্য ফাঁস করবে!

Aditya L1 Mission Launch Date: কবে সূর্যে পাড়ি ইসরোর? বড় ঘোষণা, আদিত্য L1 সূর্যগ্রহণের রহস্য ফাঁস করবে!

Aditya L1 Mission Launch Date: কবে সূর্যে পাড়ি ইসরোর? বড় ঘোষণা, আদিত্য L1 সূর্যগ্রহণের রহস্য ফাঁস করবে!

[ad_1]

Aditya L1 Mission Launch Date: সূর্যের পাড়ি দেওয়ার তারিখ ঘোষণা করল ইসরো। আদিত্য এল ওয়ান কীভাবে পা রাখবে সূর্যে? সূর্যগ্রহণের রহস্য হবে ফাঁস! দ্বিতীয় ইতিহাস গড়ার পথে ভারত। সূর্যের একের পর গোপন তথ্য এবার দুনিয়াকে জানাবে ভারত। ২ রা সেপ্টেম্বর তারিখটা নোট করে নিন চাঁদের পর এবার সূর্য আসবে ভারতের হাতের মুঠোয়। চন্দ্রযান ৩ সফল না হলে কী সূর্যে আদিত্যকে পাঠানোর রিস্ক নিতে পারতে ইসরো? কনফিডেন্স বেড়েছে কয়েকগুণ। আদিত্য এল ওয়ান সূর্যে গিয়ে কী কী কাজ করবে?

ইসরোর তরফে জানিয়ে দেওয়া হয়েছে ২ সেপ্টেম্বর সকাল ১১টা ৫০ মিনিটে শ্রীহরিকোটা থেকে সূর্যের উদ্দেশে রওনা দেবে আদিত্য এল ওয়ান। খুব শীঘ্রই সূর্যকে কাছ থেকে জানার জন্য আদিত্য এল ১ মিশন চালু করেছে ইসরো। শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে পিএসএলভি-৫৭ রকেটে চেপে মহাকাশে পাড়ি দেবে আদিত্য-এল১। যে ঐতিহাসিক দৃশ্য ইসরোর বিভিন্ন সোশ্যাল মিডিয়া পেজে দেখা যাবে। কিন্তু আগুনের গোলা সূর্যে কীভাবে পা রাখবে আদিত্য? ভারতের এই সৌর অভিযানে সূর্যের বহির্ভাগের পরিবেশের বিভিন্ন স্তর পর্যবেক্ষণ করা হবে। এ ছাড়া সৌরঝড় পর্যবেক্ষণ করতে সূর্যের ১৫ লাখ কিলোমিটারের মধ্যে এল-১ পয়েন্টের একটি কক্ষপথে যাবে মহাকাশযানটি।

এই কক্ষপথে স্থাপনের বড় সুবিধা হলো সেখান থেকে কোনো প্রতিবন্ধকতা ছাড়াই সব সময় সূর্যের বিভিন্ন কার্যকলাপ পর্যবেক্ষণ করা যাবে। এ ছাড়া মহাকাশের পরিবেশের ওপর সূর্যের প্রভাব সম্পর্কে জানা যাবে। তবে মনে রাখতে হবে এটা ভারতের প্রথম সৌর অভিযান৷ তাই
ব্যর্থতারও কিন্তু একটা বড় চান্স সফলতার সঙ্গেই থাকছে। L1 পয়েন্ট পর্যন্ত যেতে আদিত্য এল ওয়ানের মহাকাশযানের সময় লাগবে ১২০ দিন। এখন প্রশ্ন হল আদিত্য এল ওয়ানর মিশনের আসল উদ্দেশ্যটা কী? ভারতের জলবায়ুর উপর ঠিক কী প্রভাব বিস্তার করে সূর্য
এই মিশনের মাধ্যমে তা অনেকটাই স্পষ্ট হবে। আদিত্য এল ওয়ান নির্ধারিত জায়গায় প্রতিস্থাপিত হলে সৌরমণ্ডলের উপর নজরদারি চালানো অনেক বেশি সহজ হবে। সূর্যের উচ্চ বায়ুমণ্ডলীয় ক্রোমোস্ফিয়ার এবং করোনা গতিবিদ্যা নিয়ে গবেষণা করাযাবে।

এছাড়াও বিভিন্ন যে সৌর বিস্ফোরণ ঘটে থাকে তা কীভাবে পর্যায়ক্রমে হয়। সেটা চিহ্নিত করার লক্ষ্যমাত্রা নিয়েছে ইসরো অর্থাৎ ওই পুরো প্রক্রিয়া নিয়ে অনুসন্ধান চালানো হবে কাজগুলির জন্য আদিত্য-এল১ মিশনে মোট সাতটি পে-লোড থাকছে চারটি পে-লোড সরাসরি সূর্যের উপর ‘নজর’ রাখবে বাকি তিনটি পে-লোড লুগ্রেঞ্জ পয়েন্ট ১-এ পরীক্ষা-নিরীক্ষা চালাবে তাই ২ সেপ্টেম্বর মিস করবেন না ভারতের এই ইতিহাসের স্বাক্ষী হতে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here