Home আপডেট Akhil Giri Plays Kabadi: দিঘায় কবাডি খেললেন মন্ত্রী অখিল গিরি, পাকা খেলোয়াড়! পর্যটকদের চোখও কপালে

Akhil Giri Plays Kabadi: দিঘায় কবাডি খেললেন মন্ত্রী অখিল গিরি, পাকা খেলোয়াড়! পর্যটকদের চোখও কপালে

Akhil Giri Plays Kabadi: দিঘায় কবাডি খেললেন মন্ত্রী অখিল গিরি, পাকা খেলোয়াড়! পর্যটকদের চোখও কপালে

[ad_1]

রাজ্য়ের কারামন্ত্রী অখিল গিরি। পূর্ব মেদিনীপুরে তৃণমূলের দাপুুটে নেতা। এর আগে কখনও শুভেন্দু অধিকারী কখনও আবার রাষ্ট্রপতি সম্পর্কে কুৎসিত মন্তব্য করে বিতর্ক বাড়িয়েছিলেন তিনি। এবার সেই অখিল গিরিই কবাডি খেলে নজর কাড়লেন। রাজনীতির ময়দানে কবাডি, হাডুডু অনেকেই খেলেন। কিন্তু এবার অখিল গিরি একেবারে সত্যিকারের কবাডি খেললেন। প্রতিপক্ষ হিসাবে ছিলেন চ্যাম্পিয়নশিপে যাবেন এমন খেলোয়াড়রা। যেভাবে প্রতিপক্ষের কোর্টে তিনি ছাপ ফেলছিলেন তা এককথায় অনবদ্য।

দীঘায় বিদ্যাভবন স্কুলের মাঠে ৬৭তম রাজ্য কবাডি চ্য়াম্পিয়নশিপ শুরু হয়েছে। সেই অনুষ্ঠানের সূচনা করতে গিয়েছিলেন অখিল গিরি। সেখানে গিয়েই তিনি কবাডি খেলতে নেমে পড়েন। তবে মন্ত্রীর এই কবাডি দক্ষতার কথা জানতেন না অনেকেই। তাঁরা অবাক হয়ে যান।

রাজনীতির ময়দানে দাপটের সঙ্গে খেলেন অখিল গিরি। পূর্ব মেদিনীপুরে তাঁর মতো এমন দাপুটে রাজনৈতিক খেলোয়াড় পাওয়া ভার। এবার বাস্তবের কোর্টে কবাডি খেললেন তিনি।

১৭ থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত এই কবাডি প্রতিযোগিতা হবে। দীঘার পর্যটকরাও এই কবাডি উপভোগ করছেন। ১৭ বছরের কম বয়সী ছাত্রছাত্রীরা এই কবাডি প্রতিযোগিতায় অংশ নিয়েছেন।

এই প্রতিযোগিতা যাঁরা সফল হবেন তারা জাতীয় প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। এদিন মন্ত্রী নানাভাবে কবাডি খেলোয়াড়দের উৎসাহ দেন।

গ্রাম বাংলার অন্যতম প্রিয় খেলা হল এই কবাডি। একটা সময় এই কবাডি খেলা হত বিভিন্ন জায়গায়। তবে বর্তমানে সেসব আর বিশেষ দেখা যায় না। তবে এদিন মন্ত্রী অখিল গিরি পাঞ্জাবি পরেই কবাডি খেলতে নেমে পড়েন। অনেকেই উপভোগ করেছেন তাঁর এই খেলা।

 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here