Home বিনোদন মিউজিক‍্যাল কনসার্টের মধ‍্যে দিয়ে দ্বিজেন্দ্রলাল রায়, রজনীকান্ত সেন,অতুলপ্রসাদ সেনকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন নুপুরছন্দা ঘোষের

মিউজিক‍্যাল কনসার্টের মধ‍্যে দিয়ে দ্বিজেন্দ্রলাল রায়, রজনীকান্ত সেন,অতুলপ্রসাদ সেনকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন নুপুরছন্দা ঘোষের

মিউজিক‍্যাল কনসার্টের মধ‍্যে দিয়ে দ্বিজেন্দ্রলাল রায়, রজনীকান্ত সেন,অতুলপ্রসাদ সেনকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন নুপুরছন্দা ঘোষের
সম্প্রতি রবীন্দ্রসদনে ‘আমার দেশ’ মিউজিক‍্যাল জার্নির মধ‍্য দিয়ে দ্বিজেন্দ্রলাল রায়, রজনীকান্ত সেন ,অতুলপ্রসাদ সেনের প্রতি নিজের শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন গায়িকা নুপুরছন্দা ঘোষ। ১৯ শতকের তিন প্রখ‍্যাত সাহিত‍্যিকের রচিত কাজের দ্বারা অনুপ্রাণিত হয়ে ‘আমার দেশ’ মিউজিক‍্যাল জার্নির কম্পোজিশন করেছেন নুপুরছন্দা। কন্ঠীয় সঙ্গীত এবং ব‍্যাখ‍্যামূলক কাজের মধ‍্য দিয়ে তিন সাহিত‍্যিকের লেখার অন্তর্নিহিত ভালবাসা,স্পিরিচুয়ালিটি এবং দেশাত্মবোধকে দর্শকদের সামনে তুলে ধরেছেন শিল্পী নুপুরছন্দা। ‘আমার দেশ’ মিউজিক‍্যাল জার্নির সূচনা হয় নুপুরছন্দা ঘোষের একক পারফরমেন্সের মধ‍্য দিয়ে। এরপর রেজাউল হোসেন টিটো এবং রত্না সাহার কন্ঠে শোনা যায় আবৃত্তি। অনুষ্ঠানের দ্বিতীয়ভাগে শিল্পী নুপুরছন্দা এবং তার ৭০ জন ছাত্রছাত্রী একটি গ্রুপ পারফরমেন্স দেন। অনুষ্ঠানে শিল্পী এবং তার ছাত্র ছাত্রীদের গাওয়া একটি দেশাত্মবোধক গানের সিডিও প্রকাশ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শোভনদেব চট্টোপাধ্যায় ,সুব্রত বক্সি,চন্দ্রিমা ভট্টাচার্য, ইন্দ্রনীল সেন, দেবাশীষ কুমার। শিল্পী নুপুরছন্দা জানান  “আমার দেশ এই কম্পোজিশান আমার অত‍্যন্ত পছন্দের এবং খুবই ভালবাসার এক কম্পোজিশান। আমার শ্রোতারা ভিন্নস্বাদের সৃষ্টিকে সবসময় পছন্দ করেন। আমি খুবই আশাবাদী আমার নতুন এই প্রচেষ্টা নিশ্চয়ই শ্রোতাদের খুবই ভাল লাগবে।”