Home আপডেট কয়েক মিনিটের জন্য হাসপাতালে অক্সিজেনের গোলযোগ, অন্ধ্রপ্রদেশের নামী হাসপাতালে মৃত্যু ১১ জন কোভিডরোগীর

কয়েক মিনিটের জন্য হাসপাতালে অক্সিজেনের গোলযোগ, অন্ধ্রপ্রদেশের নামী হাসপাতালে মৃত্যু ১১ জন কোভিডরোগীর

কয়েক মিনিটের জন্য হাসপাতালে অক্সিজেনের গোলযোগ, অন্ধ্রপ্রদেশের নামী হাসপাতালে মৃত্যু ১১ জন কোভিডরোগীর

কয়েক মিনিটের জন্য অক্সিজেন সরবরাহে গণ্ডগোল হয়ে গিয়েছিল। আর এতেই ভয়াবহ ঘটনা ঘটে গেল অন্ধ্রপ্রদেশের একটি নামী হাসপাতালে। ১১ জন কোভিডরোগী অক্সিজেনের অভাবে মারা গেলেন। যে জেলায় এই হাসপাতালটি সেই তিরুপতির জেলশাসকের কথায়, অক্সিজেন সরবরাহ স্বাভাবিক করতে আর কয়েক মিনিট দেরি করলে আরও রোগীর মৃত্যু হতে পারত।

তিরুপতিতে অবস্থিত রুইয়া সরকারি হাসপাতালে এই ঘটনাটি ঘটেছে। অন্ধ্রের রয়ালসীমা অঞ্চলে অবস্থিত সর্ববৃহৎ হাসপাতাল এটি। বর্তমানে এই হাসপাতালে চিকিৎসাধীন ১ হাজার কোভিডরোগী। তিরুপতি ছাড়াও পড়শি চিত্তুর, নেলোর এবং কাডাপ্পা থেকেও রোগী আসেন এই হাসপাতালে ভরতি হতে।

হাসপাতাল কর্তৃপক্ষের কথায়, সোমবার রাত সাড়ে ৮টা থেকে হাসপাতালে অক্সিজেনের চাপ কমতে থাকে। কয়েক মিনিটের জন্যই এই পরিস্থিতি তৈরি হয়। কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক করে দেওয়া হয়। কিন্তু ওই অল্পক্ষণেই যা হওয়ার হয়ে গিয়েছে।

খবরটা ছড়িয়ে পড়তেই রোগীর পরিজনরা ক্ষোভে ফেটে পড়েন। হাসপাতালে ভাঙচুর করতে শুরু করেন। চিকিৎসক এবং নার্সরা ভয়ে অন্য জায়গায় পালিয়ে যান। গোটা ঘটনায় শোকপ্রকাশ করে তদন্তের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডি।