Home বিনোদন দিলীপ ঘোষের “রগড়ে দেবো”র জবাবে কি বললেন অনির্বাণ ?

দিলীপ ঘোষের “রগড়ে দেবো”র জবাবে কি বললেন অনির্বাণ ?

দিলীপ ঘোষের “রগড়ে দেবো”র জবাবে কি বললেন অনির্বাণ ?

তাঁর কলমের জোরেই রাজ্য-রাজনীতিতে ছড়িয়ে পড়েছে “আমি অন্য কোথাও যাব না, আমি এই দেশেতেই থাকব” লাইনটি। যা শুনে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ  ফেসবুক লাইভে বলেছিলেন শিল্পীরা রাজনীতি করতে এলে তিনি ‘রগড়ে’ দেবেন। ফেসবুক লাইভেই তাঁর জবাব দিলেন অনির্বাণ।

দিলীপ ঘোষের ‘রগড়ে দেব’ মন্তব্যে কি ভয় পেলেন? প্রশ্নের উত্তরে হেসে ওঠেন অনির্বাণ। জানান ভয় তিনি পাননি। এরপরই অভিনেতা বলেন, “রগড়ে যদি দেন, রগড়ে দেবেন, কী আর করা যাবে? অভিনেতাদের সত্যিই রগড়ে দেওয়া যায়। কারণ অভিনেতাদের তো সেই অর্থে কোনও রেজিমেন্টেশন নেই, এই নেই, সেই নেই। আমরা এভাবেই ঘুরে বেড়াই। এখন আমরা একটা কথা বলি তার জন্য যদি আমাদের পরিণতিতে থাকে রগড়ে যাওয়া। তাহলে রগড়ে যেতে হবে কী করা যাবে?”

অবশ্য দিলীপ ঘোষের স্পষ্টবাদিতার প্রশংসাও করেন অনির্বাণ। নির্বাচনী আবহে অনেক তারকাই নিজেদের রাজনৈতিক রং বেছে নিয়েছেন। তবে অনির্বাণ কোনও রাজনৈতিক রং বাছতে নারাজ। এমনকী নিজেকে বামপন্থী বলতেও নারাজ অনির্বাণ। তাঁর মতে, সমাজ থেকেই অভিনয় কিংবা লেখার রসদ খুঁজে নেন শিল্পী। তাই সমাজের কাহিনি তাঁর সৃষ্টিতে প্রতিফলিত হবে। তাই রাজনীতিবিদদের পাশাপাশি শিল্পীদেরও সমাজের পরিস্থিতি নিয়ে বলার অধিকার থাকে বলে মত তারকার।