Home আপডেট Anupam Hazra: ফের নাম না করে আক্রমণ BJPকে, তৃণমূলের দিকে আরও ১ পা এগোলেন অনুপম

Anupam Hazra: ফের নাম না করে আক্রমণ BJPকে, তৃণমূলের দিকে আরও ১ পা এগোলেন অনুপম

Anupam Hazra: ফের নাম না করে আক্রমণ BJPকে, তৃণমূলের দিকে আরও ১ পা এগোলেন অনুপম

[ad_1]

বছরের শেষ দিনে তৃণমূলের দিকে আরও এক ধাপ এগোলেন পদহীন বিজেপি নেতা অনুপম হাজরা। রবিবার ফের বিতর্কিত পোস্ট করলেন তিনি। যাতে তিনি নাম না করে বিজেপিকে কটাক্ষ করে লিখেছেন, চোর পুষেছে গেরুয়া শিবির।

রবিবার বেলা ১০টা নাগাদ ফেসবুকে অনুপম লেখেন, ২০২৩ সালের শিক্ষা। অন্যের বাড়িতে চোর দেখলেই গলা ফাটিয়ে এমন জোরে চিৎকার করুন যাতে লোকজন ধারণাও না করতে যে আপনি নিজের বাড়িতে বেশ কিছু চোর পুষে রেখেছেন।

এই নিয়ে অনুপম বলেন, গত কয়েক মাসে যা অনুভব করেছি তাই ফেসবুক পোস্টে লিখেছি। আমি ববারব বিজেপিকে দুর্নীতিমুক্ত করার পক্ষে লড়াই করেছি। সেজন্য আমাকে যা যা সহ্য করতে হয়েছি তাই লিখেছি। জবাবে বিজেপি নেতা সজল ঘোষ বলেন, ‘ঘটি হারিয়ে গেলে মানুষ প্রাসঙ্গিক থাকতে এসব লেখে। ফেসবুক বন্ধ হয়ে গেলে এসব নেতাকে কেউ খুঁজে পাবে না। তার থেকে সরাসরি তৃণমূলে নাম লেখান।’

লোকসভা নির্বাচনের প্রস্তুতি বৈঠক করতে গত সপ্তাহে কলকাতা সফরে এসেছিলেন বিজেপি নেতা অমিত শাহ ও দলের সভাপতি জেপি নড্ডা। তাঁরা শহর ছাড়ার পরই জানা যায় দলের কেন্দ্রীয় সম্পাদকের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে অনুপম হাজরাকে। গত কয়েকমাস ধরে বিজেপির রাজ্য নেতৃত্বকে নিয়ে নানা মন্তব্য করে দলকে অস্বস্তিতে ফেলছিলেন অনুপম। এর পর খবর পাওয়া যায়, বীরভূমের তৃণমূল নেতা কাজল শেখের সঙ্গে তাঁর বৈঠক হয়েছে। যে কোনও দিন তৃণমূলে যোগদান করতে পারেন অনুপম। সূত্রের খবর, নতুন বছরের প্রথম সপ্তাহেই দলবদল করতে পারেন তিনি। বোলপুর থেকে লোকসভা ভোটের টিকিট পাওয়ার চুক্তিতে তৃণমূলে যোগদান করতে চলেছেন তিনি।

 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here