Home আপডেট Arambagh: ৩ দিনে ৪ জন, চাষে লোকসানের আশঙ্কায় আত্মঘাতী আরও এক কৃষক

Arambagh: ৩ দিনে ৪ জন, চাষে লোকসানের আশঙ্কায় আত্মঘাতী আরও এক কৃষক

Arambagh: ৩ দিনে ৪ জন, চাষে লোকসানের আশঙ্কায় আত্মঘাতী আরও এক কৃষক

[ad_1]

অকালবর্ষণে চাষে ক্ষতির আশঙ্কায় আত্মঘাতী হলেন আরও ১ কৃষক। এই নিয়ে গত ৩ দিনে রাজ্যে ৪ জন চাষি আত্মঘাতী হলেন। রবিবার সকালে আত্মঘাতী হন আরামবাগের বাসিন্দা জয়দেব সরকার (৭১)। পরিবারের তরফে জানানো হয়েছে, চাষে ক্ষতির জেরে গত কয়েকদিন ধরে বিষাদে ভুগছিলেন তিনি।

পরিবারের তরফে জানানো হয়েছে, প্রায় ৩ লক্ষ টাকা ধার নিয়ে ৭ বিঘা জমিতে ধান চাষ করেছিলেন জয়দেববাবু। গত সপ্তাহের বৃষ্টিতে তার প্রায় পুরোটাই জলের তলায় চলে গিয়েছে। ঋণ কী ভাবে শোধ করবেন তা ভেবে গত কয়েকদিন ধরে উদ্ভ্রান্তের মতো আচরণ করছিলেন তিনি। রবিবার সকালে ভাইপোর বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন বৃদ্ধ। খবর পেয়ে পুলিশ পৌঁছে দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে।

অকালবর্ষণে চাষে ক্ষতির আশঙ্কায় একের পর এক কৃষক আত্মহত্যার ঘটনায় সরব হয়েছে বিরোধীরা। এই নিয়ে সোচ্চার হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। তাঁর অভিযোগ, দক্ষিণবঙ্গে ক্ষতিগ্রস্ত চাষিদের পাশে দাঁড়ানোর বদলে মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে বিয়ে বাড়িতে গিয়েছেন। চাষিদের ঋণ মকুব, নিদেনপক্ষে ঋণ শোধের সময় বাড়ানোর দাবিতে সরব হয়েছেন তিনি। তবে এব্যাপারে সরকারের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here