Home আপডেট Arrest during Kali Puja: বাজি ফাটানোর থেকে অভব্য আচরণের জন্য কালীপুজোতে বেশি গ্রেফতার কলকাতায়

Arrest during Kali Puja: বাজি ফাটানোর থেকে অভব্য আচরণের জন্য কালীপুজোতে বেশি গ্রেফতার কলকাতায়

Arrest during Kali Puja: বাজি ফাটানোর থেকে অভব্য আচরণের জন্য কালীপুজোতে বেশি গ্রেফতার কলকাতায়

[ad_1]

কালীপুজোয় শব্দ বাজির দাপট রাখতে এবারও কড়া পদক্ষেপ করেছিল কলকাতা পুলিশ। কিন্তু, রাত বাড়তেই শব্দ দানবের তাণ্ডব বেড়েছে। উত্তর থেকে দক্ষিণ কলকাতাতে দেখা গিয়েছে একই ছবি। শহরের আবাসনগুলি তো বটেই বস্তি এলাকাতেই দেখা গিয়েছে শব্দবাজির দাপট। তবে পুলিশের তরফে আগেই সতর্ক করা হয়েছিল নিয়ম ভেঙে নিষিদ্ধ বাজি ফাটালে সে ক্ষেত্রে পদক্ষেপ করা হবে। কিন্তু, পুলিশের সতর্কবার্তায় কাজ হয়নি। তাই শব্দবাজি ফাটানো থেকে শুরু করে অভব্য আচরণের জন্য ব্যাপক ধরপাকড় করেছে কলকাতা পুলিশ। সবমিলিয়ে কালীপুজোর রাতে অর্থাৎ রবিবার ৮২৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। যার মধ্যে নিষিদ্ধ বাজি ফাটানোর জন্য ৩৬১ জনকে গ্রেফতার করা হয়েছে এবং বাকি ৪৬৫ জনকে অভব্য আচরণের জন্য গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন: গলসিতে বিজেপির বিরুদ্ধে কালীপুজো করতে না দেওয়ার অভিযোগ তৃণমূলের

এদিন শহর জুড়ে কড়া নজরদারি ছিল পুলিশের। বিভিন্ন জায়গা থেকে ওই সমস্ত ব্যক্তিদের গ্রেফতার করা হয়েছে। এর পাশাপাশি প্রচুর পরিমাণে নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত করেছে পুলিশ। যার পরিমাণ হল প্রায় ৬৫৩ কেজি। পুলিশের তরফে দাবি করা হয়েছিল যে কালীপুজোর আগে থেকেই শহর জুড়ে নিষিদ্ধ বাজি রুখতে তল্লাশি চালানো হচ্ছে। তা সত্ত্বেও এত পরিমাণ বাজি উদ্ধার হওয়ার স্বাভাবিকভাবেই উঠছে প্রশ্ন। বাজির পাশাপাশি বেআইনি মদও উদ্ধার হয়েছে, যার পরিমাণ হল ৩৭ লিটার।

এর পাশাপাশি অন্যান্য উৎসবের মতো কালীপুজোর রাতেও সক্রিয় ছিল ট্রাফিক পুলিশ সে ক্ষেত্রে ট্রাফিক নিয়ম ভাঙার জন্য একাধিক ব্যক্তির বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে। হেলমেট ব্যবহার না করার জন্য ২৫০ জনকে জরিমানা করেছে কলকাতা  পুলিশ। এরমধ্যে বাইক চালকরা হেলমেট ব্যবহার না করার জন্য ১৪৭ জনকে জরিমানা করা হয়েছে এবং বাইক আরোহীরা হেলমেট না পরার কারণে ১০৩ জনকে জরিমানা করা হয়েছে। এছাড়া অন্যান্য উৎসবের মতো কালীপুজোতেও মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ উঠেছে। এক্ষেত্রে ৮৩ জনকে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর জন্য জরিমানা করা হয়েছে। তাছাড়া শহরে গাড়ির বেপরোয়া গতির জন্য ৮৯ জনকে জরিমানা করেছে কলকাতা ট্রাফিক পুলিশ। সব মিলিয়ে ট্রাফিক আইন ভাঙার জন্য ৪৮৫ জনকে ট্রাফিক পুলিশ জরিমানা করেছে। প্রসঙ্গত, কালীপুজোর রাতে বাজির বাড়বাড়ন্তের কারণে এবারও শহরে ব্যাপক দূষণ ছড়িয়েছে। কলকাতার বিভিন্ন জায়গায় বাতাসের গুণগত মান উদ্বেগজনক অবস্থায় পৌঁছেছিল।

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here