Home খেলাধুলো Asian Games 2023: রবিবার চিনে মেগা ইতিহাস, এশিয়ান গেমসে একদিনে সবচেয়ে পদক জিতল ভারত

Asian Games 2023: রবিবার চিনে মেগা ইতিহাস, এশিয়ান গেমসে একদিনে সবচেয়ে পদক জিতল ভারত

Asian Games 2023: রবিবার চিনে মেগা ইতিহাস, এশিয়ান গেমসে একদিনে সবচেয়ে পদক জিতল ভারত

[ad_1]

নয়াদিল্লি: ২-০ এগিয়ে থেকেও রুপোতেই সন্তুষ্ট থাকতে হল ভারতীয় পুরুষ ব্যাডমিন্টন দলকে৷ ফাইনালে চিনের বিরুদ্ধে ২-৩ হেরে গেল টিম ইন্ডিয়া৷ কিন্তু তাতেও ইতিহাস তৈরি হয়ে গেল৷ এই প্রথম এশিয়ান গেমসে ব্যাডমিন্টনে রুপো পেল ভারত৷

ভারতীয় ব্যাডমিন্টন দলে লক্ষ্য সেন. স্বস্তিক-চিরাগ জুটি জেতে৷ তিন্তু শ্রীকান্ত, কপিলা-প্রতীকের জুটি, এবং মঞ্জুনাথ হেরে যায়৷

এদিকে এদিন ভারত বিভিন্ন বিভাগ মিলিয়ে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত ১৫ টি পদক পেয়েছে একদিনে৷  যা এখনও পর্যন্ত ভারতের এশিয়ান গেমসের মঞ্চে একদিনে সবচেয়ে বেশি পদক জয়ের রেকর্ড৷

A Superb Silver🥈for our Boys of #Badminton🏸at #AsianGames2022.

Giving their first-ever finale performance at the #AsianGames, the team showed incredible grit during their fight against 🇨🇳

Congratulations on the🥈GUYS! You have just made history & we’re proud💪🏻#Cheer4India… pic.twitter.com/Ej2zVEfS5m

— SAI Media (@Media_SAI) October 1, 2023

Tags: Asian Games, Silver



[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here