Home আপডেট Astha Special Train: মাত্র ১,৬০০ টাকায় রাম মন্দির দর্শন, হাওড়া থেকে ছাড়বে স্পেশ্যাল ট্রেন

Astha Special Train: মাত্র ১,৬০০ টাকায় রাম মন্দির দর্শন, হাওড়া থেকে ছাড়বে স্পেশ্যাল ট্রেন

Astha Special Train: মাত্র ১,৬০০ টাকায় রাম মন্দির দর্শন, হাওড়া থেকে ছাড়বে স্পেশ্যাল ট্রেন

[ad_1]

অযোধ্যায় রাম মন্দির দর্শনে যেন আর তর সইছে না ভক্তদের। উদ্বোধনের অপেক্ষা না করেই বাংলা থেকে প্রায় হাজার কিলোমিটার দূরে রাম মন্দির দেখে ফেলেছেন অনেকে। তবে রাম লাল্লা অধিষ্ঠিত হওয়ার পর আরও একবার যেতে চান তাঁরাও। সবার জন্য এবার খুশির খবর দিলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। জানালেন মাত্র ১৬০০ টাকায় রাম মন্দির দর্শনের ব্যবস্থা করছে রেল। ২৯ জানুয়ারি হাওড়া স্টেশন থেকে শুরু হবে ‘আস্থা স্পেশ্যাল’ ট্রেন পরিষেবা।

শনিবার সকালে দিলীপবাবু বলেন, ‘সার দেশের লোক অযোধ্যায় দর্শন করতে যেতে চান। এত লোক একসঙ্গে গেলে ছোট্ট শহর অযোধ্যায় অব্যবস্থা তৈরি হবে। তাই ওখানকার আয়োজকরা বিভিন্ন রাজ্যকে আলাদা আলাদা সময় দিয়েছেন। ২২ তারিখের পর সাধারণ মানুষ যাতে দর্শন করতে পারেন। কেন্দ্রীয় সরকারও সহযোগিতা করছে। বিভিন্ন রাজ্য থেকে অযোধ্যার উদ্দেশে শত শত আস্থা স্পেশ্যাল ট্রেন চলবে। তার মধ্যে ২৯ জানুয়ারি হাওড়া স্টেশন থেকে প্রথম ট্রেন ছাড়বে। ৫টা ট্রেন আপাতত যাবে ৫ দিন। যারা যেতে চান তারা ১৬০০ টাকার টিকিট কাটবেন। আগে জমা দেবেন। তার পর রেল পাস দেবে। ট্রেনে ওঠার পরে বাড়ি ফেরা পর্যন্ত সব দায়িত্ব নেবেন ওনারা। ওখানে বাংলাভাষী ভলান্টিয়ার থাকবে। খাওয়া, থাকা, যাতায়াত সব ব্যবস্থা হবে। সারা ভারতবর্ষকে চারটে জ়োনে ভাগ করে আলাদা আলাদা রংয়ের পরিচয়পত্র দেওয়া হবে।’

রাম মন্দিরের উদ্বোধনের আগে ইতিমধ্যে সেজে উঠেছে অযোধ্যা। উদ্বোধনের দিন পর্যন্ত অনুমতি না থাকলে শহরে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। রাজ্যেও রাম মন্দির উপলক্ষে বিভিন্ন জায়গায় মিছিল করবেন ভক্তরা। বড় স্ক্রিনে দেখানো হবে মন্দির উদ্বোধনের সরাসরি সম্প্রচার।

 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here