Home আপডেট ATM-এ লোহার পাত লাগিয়ে কেপমারি, বালি পুলিশের হাতে গ্রেফতার ১

ATM-এ লোহার পাত লাগিয়ে কেপমারি, বালি পুলিশের হাতে গ্রেফতার ১

ATM-এ লোহার পাত লাগিয়ে কেপমারি, বালি পুলিশের হাতে গ্রেফতার ১

[ad_1]

দরকার নেই কোনও প্রযুক্তি জানার। দরকার নেই কোনও দামি যন্ত্ররও। সামান্য লোহার পাত দিয়ে এটিএম থেকে টাকা চুরি করে ধরা পড়লেন এক যুবক। মহম্মদ সোহেল নামে ওই যুবককে বালি থেকে গ্রেফতার করেছে পুলিশ। অভিনব এই কেপমারির কায়দায় হতবাক ব্যাঙ্ক কর্তারাও।

এটিএমে পিন দিলেও টাকা বেরোচ্ছে না, অথচ চলে আসছে মেসেজ। এমনটা হওয়া অস্বাভাবিক নয়। এরকম হলে ATM যন্ত্রই ব্যাঙ্ককে জানিয়ে দেয় টাকা বেরোয়নি। সেই টাকা ৭২ ঘণ্টার মধ্যে ফেরত চলে যায় গ্রাহকের অ্যাকাউন্টে।

 

ডান দিকের ছবিতে দেখা যাচ্ছে পাত বসানো টাকা বেরনোর দরজা। 

কিন্তু বালির কয়েকটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের ATM-এ কয়েকদিন ধরে ঘটছিল এক অবাক ঘটনা। টাকা না বেরলেও ATM জানাচ্ছিল অন্য কথা। ATM-এ থাকা তথ্য বলছিল টাকা সংগ্রহ করেছেন গ্রহক। কিন্তু কী ভাবে তা সম্ভব বুঝতে পারছিলেন না ব্যাঙ্কের আধিকারিকরা। ঘটনার তদন্তে নেমে ATM-এর সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা শুরু করেন তাঁরা। দেখা যায় গ্রাহকদের অভিযোগ ১০০ শতাংশ সত্যি। পিন দিলেও টাকা হাতে পাননি তাঁরা। এর পরই দেখা যায়, এক ব্যক্তি ATM-এ ঢুকে সেই টাকা সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন। আরেকটু তদন্ত করে জানতে পারেন, ATM-এর টাকা বেরনোর দরজায় আগেই একটি কালো লোহার পাত লাগিয়ে দিয়ে গিয়েছিলেন তিনি। যাতে টাকা বেরোলেও গ্রাহক তা দেখতে পাননি। পরে সেই পাত সরিয়ে টাকা সংগ্রহ করে নেন কেপমার।

গত ২৫ অগাস্ট বালি থানায় অভিযোগ দায়ের করেন একটি ব্যাঙ্কের ম্যানেজার। এর পর থেকে বিভিন্ন ATMএ নজরদারি শুরু করে পুলিশ। বৃহস্পতিবার একটি ATM-এ ওই পাত লাগানোর সময় ধরা পড়ে যান মহম্মদ সোহেল নামে তিলজলার ওই বাসিন্দা। তাঁকে হাতে নাতে ধরেন এক হোমগার্ড।ধৃতকে জেরা করে কতদিন ধরে কত টাকা সে এভাবে লুঠ করেছে তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here