Home আপডেট ATM card exchange fraud: এটিএম কার্ড বদলে দিয়ে প্রতারণা, বড়সড় চক্রকে ধরল পুলিশ

ATM card exchange fraud: এটিএম কার্ড বদলে দিয়ে প্রতারণা, বড়সড় চক্রকে ধরল পুলিশ

ATM card exchange fraud: এটিএম কার্ড বদলে দিয়ে প্রতারণা, বড়সড় চক্রকে ধরল পুলিশ

[ad_1]

কার্ড বদলে দিয়ে খালি করে দেওয়া হতো ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এটিএম জালিয়াতির বড়সড় চক্রকে গ্রেফতার করল শ্রীরামপুর ও চন্দনগর থানার পুলিশ। উদ্ধার হয়েছে ২০০ টি বিভিন্ন ব্যাঙ্কের এটিএম কার্ড। এই চক্রের পাঁচজনকে গ্রেফতার করল পুলিশ।

পুলিশ জানিয়েছে, গত ৪ মার্চ শ্রীরামপুরের মাহেশে একটি এটিএমে মঞ্জু মন্ডল নামে এক পৌঢ়া টাকা তোলার জন্য ঢোকেন। তাঁকে সাহায্য করার নাম করে কার্ডটি বদলে দেয় এক যুবক। তার পর সে কোন্নগরের অন্য একটি এটিএম থেকে চল্লিশ হাজার টাকা তুলে নেয়।

ব্যাঙ্কের পাশ বই আপডেট করতে গিয়ে ওই পৌঢ়া দেখতে পান তাঁর অ্যাকাউন্ট থেকে ৪০ হাজার টাকা তুলে নেওয়া হয়েছে। এমনকি তাঁর এটিএম কার্ডটিকেও বদলে দেওয়া হয়েছে।

ওই প্রৌঢ় শ্রীরামপুর থানায় অভিযোগ জানান। অভিযোগ পেয়ে শ্রীরামপুর ও চনন্দনগর থানার পুলিশের ডিডি টিম ঘটনার তদন্তে নামে।

আরও পড়ুন। সোশ্যাল মিডিয়ায় এত গালি শোনেন, কেমন লাগে? জবাব দিলেন কুণাল, ‘লাইকগুলো দেখুন’

সিসি ক্যামেরা দেখে একটি গাড়িকে চিহ্নিত করা হয়। তার পর সেই গাড়িটির খোঁজে তল্লাশি শুরু হয়। রবিবার শ্রীরামপুর নাগার মোড়ে নানা চেকিংয়ের সময় গাড়িটিকে আটক করে পুলিশ। তল্লাশি চালিয়ে ২০০টি বিভিন্ন ব্যাঙ্কের এটিএম কার্ড উদ্ধার হয়েছে। রাজু বর্মন,শুভম মাল,সঞ্জীব মাইতি, সুবীর শেখ ও সনৎ নস্করকে গ্রেফতার করে। ধৃতদের বাড়ি বারুইপুর ও রায়দিঘী এলাকায়। ডিসিপি শ্রীরামপুর অর্নব বিশ্বাস বলেন,ধৃতদের আজ শ্রীরামপুর আদালতে পেশ করা হলে দশ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত।

আরও পড়ুন। প্রথম ট্রায়াল রান হল নোয়াপাড়া-দমদম ক্যান্টনমেন্ট লাইনে, ছুটল ৭৩ কিমিতে- ভিডিয়ো

পুলিশ জানিয়েছে, যারা এটিএম ভাল করে ব্যবহার করতে পারে না তাদের টার্গেট করত প্রতারণা চক্রটি। তার পর বয়স্ক মানুষ দেখলেই সাহায্যের আছিলা এটিএমে ঢুকে কার্ড বদল করে নিত। এর আগে এই দলটিকে গ্রেফতার করে রায়দিঘী থানার পুলিশ। জানা গিয়েছে, গত দুবছরে অনুমানিক ৫০ লক্ষ টাকা প্রতারণা করেছে তারা। আগে ট্রেনে বাসে করে ঘুরে প্রতারণা করত। ইদানিং তারা একটি গাড়ি ভাড়া করে। সেই গাড়িই ধরিয়ে দিল অপরাধীদের।

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here