Home খেলাধুলো ফের ক্রিকেট মাঠে গিলক্রিস্টরা

ফের ক্রিকেট মাঠে গিলক্রিস্টরা

ফের ক্রিকেট মাঠে গিলক্রিস্টরা

রিকি পন্টিং, শেন ওয়ার্ন, অ্যাডাম গিলক্রিস্ট সহ অস্ট্রেলিয়ার প্রাক্তন বিশ্বজয়ী দলের সদস্যরা ফের ফিরছেন ২২ গজে। তিনজনেই আগেই অবসর নিয়েছেন। এবার মহৎ উদ্দেশ্য আবারও ২২ গজের লড়াইয়ে দেখা যাবে অস্ট্রেলিয়ার এই তিন মহাতারকাকে।

তবে এবার কোনো পেশাদার ম্যাচে নয়, দেশে বিধ্বংসী দাবানলে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে আগামী মাসে এক চ্যারিটি টি-২০ ম্যাচে খেলবেন তারা। এক বিবৃতিতে এই খবর নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সেপ্টেম্বর থেকে শুরু হওয়া কয়েকটি দাবানলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অন্তত ২৭ জন নিহত হয়েছে। বহু মানুষ নিখোঁজ এবং প্রায় দেড় হাজার বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। ৫০ কোটি বন্যপ্রাণী পুড়ে মারা গেছে। অনেক প্রজাতি বিলুপ্তই হয়ে গেছে। ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে এগিয়ে আসছেন বিশ্বের অনেক ক্রীড়াবিদ। তহবিল গঠনের উদ্দেশ্যে নিলামে তোলা হয়েছে শেন ওয়ার্নের ‘ব্যাগি গ্রিন’ ক্যাপটি যা গত শুক্রবার বিক্রি হয়েছে ১০ লাখ ৭ হাজার ৫০০ অস্ট্রেলিয়ান ডলারে।

এবার আগামী ৮ ফেব্রুয়ারি আয়োজন করা হয়েছে এই চ্যারিটি ম্যাচের। এতে জাতীয় দলের কোচ জাস্টিন ল্যাঙ্গার, পেসার ব্রেট লি, প্রাক্তন অধিনায়ক মাইকেল ক্লার্ক খেলবেন বলেও জানানো হয়েছে ‘বুশফায়ার ক্রিকেট লিগ’ এ নাম লিখিয়েছেন ১০ খেলোয়াড় ।