Home আপডেট Avijit Ganguly: বক্তব্য কেটে দেখানো হয়েছে, দাবি অভিজিৎকে ভোটে হারানোর কথা বলা বিজেপি নেতার

Avijit Ganguly: বক্তব্য কেটে দেখানো হয়েছে, দাবি অভিজিৎকে ভোটে হারানোর কথা বলা বিজেপি নেতার

Avijit Ganguly: বক্তব্য কেটে দেখানো হয়েছে, দাবি অভিজিৎকে ভোটে হারানোর কথা বলা বিজেপি নেতার

[ad_1]

তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে নির্বাচনী সভাতে বক্তব্য রাখতে গিয়ে বেফাঁস মন্তব্য করে ফেলেছিলেন বিজেপি নেতা। তিনি বলে ফেলেছিলেন, অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ২ লক্ষ ভোটে হারানো হবে। সেই বিজেপি নেতার নাম হল চন্দন মণ্ডল। তিনি বিজেপির তমলুক সাংগঠনিক জেলা সম্পাদক । তাঁর এই বেফাঁস মন্তব্যে অস্বস্তি তৈরি হয়েছে বিজেপি প্রার্থীর। আর এই সুযোগে বিরোধীরা বিজেপিকে তীব্র কটাক্ষ করেছে। তবে সভামঞ্চে থাকার সময় ভুল শুধরে নিলেও পরে আবার এনিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন বিজেপি নেতা।

আরও পড়ুন:‌ ‘অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আমরা ২ লাখেরও বেশি হারাব’‌, বিজেপি নেতার মন্তব্যে আলোড়ন

চন্দন মণ্ডল দাবি করেছেন, তিনি আসলে তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের কথা বলতে চেয়েছিলেন। তিনি বলতে চেয়েছেন দেবাংশু দু লক্ষ ভোটে হারবে। তিনি আরও দাবি করেন, তিনি দেবাংশুর নামটা বলেছিলেন। হয়তো সেটা বলতে দেরি হয়েছিল। পরে সেটা বলেছেন। কিন্তু, সেটা সংবাদ মাধ্যমে কাটিং করে দেখানো হচ্ছে। তিনি বলেন, ‘অভিজিৎ জিতবে দুলক্ষের বেশি ভোটে, দেবাংশু এখানে হারবে ২ লক্ষের বেশি ভোটে। সে কথা বলতে চেয়েছি।’ 

প্রসঙ্গত, বিজেপি নেতার এই বক্তব্যের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। তৃণমূল নেতা কুণাল ঘোষ নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে এই ভিডিয়ো আপলোড করেন, যা নিয়ে হাসাহাসি শুরু হয় তৃণমূলের অন্দরে। ভিডিয়োতে দেখা যায় বিজেপি নেতা যেমন প্রথমে বিজেপি প্রার্থীকে হারানোর কথা বলেন তেমনিই পরে সেই ভুল শুধরে নিয়ে ওই বিজেপি নেতা বলেন, ‘অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আমরা ২ লাখেরও বেশি ভোটে জেতাব।’

তবে বিজেপি নেতা ভুল শুধরে নিলেও সোশ্যাল মিডিয়ায় তাঁর বেফাঁস মন্তব্য ভাইরাল হওয়াকে রুখতে পারেনি। এই নিয়ে এলাকার রাজনীতিতে জোর চর্চা শুরু হয়েছে। কারণ প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বিজেপি তমলুক থেকে প্রার্থী করে জোরদার প্রচারে নেমে পড়েছে। পালটা তৃণমূল কংগ্রেসও দুরন্ত গতিতে প্রচার করছে। সেখানে এটা একটা ধাক্কা বলে মনে করা হচ্ছে। এই অস্বস্তি কাটিয়ে প্রচারে ফেরা সেটাও চাপের। 

প্রসঙ্গত, রাজ্যের নজরকাড়া কেন্দ্রগুলির মধ্যে একটি হল তমলুক। কারণ এই কেন্দ্রে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতির পদ ছেড়ে দিয়ে গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন। তাছাড়া, এই কেন্দ্রে যেমন তৃণমূলের প্রার্থী হয়েছেন দলের যুবনেতা দেবাংশু, তেমনি বাম প্রার্থী হয়েছে তরুণ আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়। ফলে লড়াইটা বেশ জোরদার হতে চলেছে। সেই আবহে বিজেপি নেতার বেফাঁস মন্তব্যে দল বেশ অস্বস্তিতে।

 

 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here