Home আপডেট Bakibur Rahman: দুই স্ত্রী ও শ্যালকের অ্যাকাউন্ট দিয়ে চাল কেনার কোটি কোটি টাকা হাতিয়েছেন বাকিবুর

Bakibur Rahman: দুই স্ত্রী ও শ্যালকের অ্যাকাউন্ট দিয়ে চাল কেনার কোটি কোটি টাকা হাতিয়েছেন বাকিবুর

Bakibur Rahman: দুই স্ত্রী ও শ্যালকের অ্যাকাউন্ট দিয়ে চাল কেনার কোটি কোটি টাকা হাতিয়েছেন বাকিবুর

[ad_1]

রেশন বণ্টন দুর্নীতিতে মঙ্গলবার আদালতে চার্জশিট পেশ করেছে ইডি। আর চার্জশিটে বাকিবুরের দুর্নীতির হাটে হাড়ি ভেঙে দিয়েছেন তদন্তকারীরা। চার্জশিটে তদন্তকারীরা জানিয়েছেন, ২ স্ত্রী ও শ্যালকের অ্যাকাউন্টে চাল কেনার কোটি কোটি টাকা পাচার করেছেন বাকিবুর। শুধু তাই নয়, আরও নানা উপায়ে সরিয়েছেন কেন্দ্রীয় বরাদ্দের টাকা।

চার্জশিটে ইডি জানিয়েছে, মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের প্রত্যক্ষ মদতে মূলত ৩টি পদ্ধতিতে রেশনে সাধারণ মানুষের হকের পাওনা সরিয়ে নিজের পকেট ভারী করেছেন বাকিবুর। এর মধ্যে প্রথমে উল্লেখ করা হয়েছে চাল কেনার নামে বাকিবুরের দুর্নীতির নকসা। চালকলের জন্য চাষিদের কাছ থেকে চাল কেনা হয়েছে বলে উল্লেখ করলেও চাল কেনার জন্য কেন্দ্রের পাঠানো টাকা বাকিবুর ২ স্ত্রী ও শ্যালকের অ্যাকাউন্টে ঢুকিয়েছেন বলে দাবি করেছে ইডি। তদন্তকারীরা জানিয়েছেন বাকিবুরের স্ত্রী অনামিকা বিশ্বাস ও শ্যালক অভিষেক বিশ্বাসের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৪ কোটি করে মোট ৮ কোটি টাকা পাচার করেছেন বাকিবুর। জেরায় অনামিকা জানিয়েছেন, তিনি জীবনে কোনও দিন চাষ করেননি। তাঁর এক ছটাক কৃষিজমিও নেই। যা করেছেন বাকিবুর করেছেন, তিনিই সব জানেন। একই কথা জানিয়েছেন অভিষেকও। এছাড়া আরেক স্ত্রী হালিমা বিবির নামেও চাল কেনার নামে মোটা টাকা পাচার করেছেন বাকিবুর।

গোয়েন্দারা জানাচ্ছেন, এছাড়া ডিস্ট্রিবিউটরদের নির্ধারিত পরিমানের কম গম পাঠাতেন বাকিবুর। প্রায় ২৫ শতাংশ কম গম পাঠানো হত তাদের। সেই গম খোলা বাজারে বিক্রি করে মুনাফা করতেন তিনি। চার্জশিটে উল্লেখ রয়েছে, এছাড়া কেন্দ্রের পাঠানো গমের সঙ্গে নিম্ন মানের গম মিশিয়েও ডিস্ট্রিবিউটরদের পাঠাতেন বাকিবুর। সেই গম পাঠানো হত সাধারণ মানুষকে বিতরণের জন্য।

 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here