Home বিদেশ Bangladesh Election: বাংলাদেশের মৌলিক অধিকার রক্ষায় সচেষ্ট জাতিসংঘ! নির্বাচনী উত্তাপে নাজেহাল মানুষ

Bangladesh Election: বাংলাদেশের মৌলিক অধিকার রক্ষায় সচেষ্ট জাতিসংঘ! নির্বাচনী উত্তাপে নাজেহাল মানুষ

Bangladesh Election: বাংলাদেশের মৌলিক অধিকার রক্ষায় সচেষ্ট জাতিসংঘ! নির্বাচনী উত্তাপে নাজেহাল মানুষ

[ad_1]

Bangladesh Election: নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ। বাংলাদেশে ২০২৪ এর ৭ই জানুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এখন পর্যন্ত নিজেদের সিদ্ধান্তে অনড় বিএনপি। নির্বাচনে না আসার সিদ্ধান্ত নিয়েছে। অপরদিকে, সংবিধান অনুযায়ী দেশটিতে আয়োজিত হতে চলেছে নির্বাচন অনুষ্ঠান। রাজনৈতিক অস্থিরতাকে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন প্রান্তেই যেন জ্বলছে আগুন। ইতিমধ্যেই বহু বিএনপি নেতা গ্রেফতার হয়েছেন। অপরদিকে ভাঙচুর হয়েছে একাধিক গাড়িতে। এমত পরিস্থিতিতে বড় কথা বলে ফেলল জাতিসংঘ। স্পষ্ট বলে দিল, বাংলাদেশের মৌলিক অধিকার রক্ষায় অব্যাহতভাবে যুক্ত থাকবে। এমনটাই জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তনিও গুতেরেসের দেশের মুখপাত্র স্টিফেন ডুজারিক।

১২ই ডিসেম্বর নিয়মিত ব্রিফিংয়েরসাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিল, নির্বাচনের আগেই নাকি শাসকগোষ্ঠী সমগ্র দেশকে কারাগারে পরিণত করেছে। এমন প্রেক্ষাপটে বাংলাদেশের মৌলিক অধিকার আর ভোটাধিকার উদ্ধারে জাতিসংঘ কি আদৌ কোন পদক্ষেপ গ্রহণ করেছে? জবাবে জাতিসংঘের মুখপাত্র জানান, বাংলাদেশের সঙ্গে জাতিসংঘ অব্যাহতভাবে যুক্ত থাকবে। খেয়াল রাখবে যাতে প্রত্যেক বাংলাদেশি ভয় মুক্ত হয়ে প্রতিক্রিয়া ছাড়াই ভোট দিতে পারেন। আর তার জন্য অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের আহ্বান জানিয়েছেন।

সোজা কথায়, জাতিসংঘ চায় প্রত্যেক বাংলাদেশি নির্ভয়ে তাদের ভোট দিক। ভোট দেওয়ার পর যেন কাউকে কোন পাল্টা প্রতিক্রিয়ায় পড়তে না হয়। পাশাপাশি বাংলাদেশের শ্রম পরিস্থিতি নিয়েও তাকে প্রশ্ন করা হয়েছিল। তার উত্তরে বলেন, শ্রমিকেরা নূন্যতম মজুরি পেতে আন্দোলন করছে। আর সেখানেই নাকি সরকার শক্তি দেখাচ্ছে। ইতিমধ্যেই এই নিয়ে আন্তর্জাতিক শ্রম মানবাধিকার সংগঠন বিবৃতি দিয়েছে। তাই এই বিষয়ে ভালো বলতে পারবে আন্তর্জাতিক শ্রম সংগঠনের সহকর্মীরা। এমনটাই বলেছেন স্টিফেন ডুজারিক।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here