Home খেলাধুলো নজির বাংলাদেশের,প্রথমবারের মতো অনূর্ধ্ব 19 বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে যুবারা, প্রতিপক্ষ ভারত

নজির বাংলাদেশের,প্রথমবারের মতো অনূর্ধ্ব 19 বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে যুবারা, প্রতিপক্ষ ভারত

নজির বাংলাদেশের,প্রথমবারের মতো অনূর্ধ্ব 19 বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে যুবারা, প্রতিপক্ষ ভারত

 

দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম সেমিফাইনালে পাকিস্তান কে দশমিকে চূর্ণ করে আগেই ফাইনালে পৌঁছে গিয়েছিল ভারত। ফাইনালে ভারতের প্রতিপক্ষ কে হবে তা ঠিক করার জন্য দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ড এবং বাংলাদেশ। সেই সেমিফাইনালে 6 উইকেটে জিতে ফাইনালে প্রথমবারের মতো প্রবেশ করলো বাংলাদেশের যুব ক্রিকেটাররা। দূরন্ত সেঞ্চুরী করলেন মাহমুদুল হাসান জয়। আগামী 9 ফেব্রুয়ারি ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

211 রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে বাংলাদেশ দিয়েছে তাদের শুরু করেছিল। একটা সময় 32 রানে তারা তাদের দুই উইকেট হারায়। ওপেনার তানজিদ তিন রানে এবং পারভেজ 14 রানে আউট হন। তৃতীয় উইকেট জুটিতে মাহমুদুল হাসান জয় এবং তৌহিদ হৃদয় 68 রানের জুটি গড়ে দলকে টানেন। হৃদয় আউট হওয়ার পর থেকে জয়কে যোগ্য সঙ্গ দেন শাহাদাত হোসেন। 125 বলে নিজের ১০০ সম্পূর্ণ করেন মাহমুদুল হাসান জয়।মূলত এই শতরানের ভর করেই 5 ওভার 5 বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যমাত্রায় পৌঁছে যায় বাংলাদেশ।

প্রসঙ্গত এদিন প্রথমে টসে হেরে ব্যাটিং করতে নেমে নির্ধারিত 50 ওভারে 8 উইকেটে 211 রান করে নিউজিল্যান্ড। দলীয় 5 রানিং ব্যক্তিগত 1 রানে রেইস মারিউয়ের উইকেট হারায় তারা। ওজে হোয়াইট করেন মাত্র 18,ফার্গুন লেমান করেন মাত্র ২৪ রান। টাসকফ ১০ রানে প্যাভিলিয়নে ফেরার সম। কিইউয়িদের স্কোর ছিল ৫৯ রান ৩ উইকেটের বিনিময়ে। পঞ্চম উইকেট জুটিতে 67 রান যোগ করেন লিডস্টোন (৪৪) এবং হুইলার। 83 বলে 75 রানের অপরাজিত ইনিংস খেলেন হুইলার। মূলত তার ইনিংসে ভর করে সম্মানজনক রানে পৌঁছায় নিউজিল্যান্ড। বাংলাদেশের হয়ে 3 উইকেট নেন শরিফুল।