Home আপডেট Bankura News: ‘দেহ’ উদ্ধার করতে গিয়েছিল পুলিশ, হাত দিতেই নড়ে উঠল বডি! কে তিনি? তোলপাড় বিষ্ণুপুর

Bankura News: ‘দেহ’ উদ্ধার করতে গিয়েছিল পুলিশ, হাত দিতেই নড়ে উঠল বডি! কে তিনি? তোলপাড় বিষ্ণুপুর

Bankura News: ‘দেহ’ উদ্ধার করতে গিয়েছিল পুলিশ, হাত দিতেই নড়ে উঠল বডি! কে তিনি? তোলপাড় বিষ্ণুপুর

[ad_1]

একেবারে চমকে দেওয়া ঘটনা বাঁকুড়ায়। বাঁকুড়ার জয়পুর থানার পরশিয়া গ্রামের এই ঘটনাকে ঘিরে এলাকায় শোরগোল পড়ে গিয়েছে। সূত্রের খবর, ওই গ্রামের পুকুরপাড়ে একটি দেহ পড়ে রয়েছে বলে এলাকায় রটে গিয়েছিল। এরপরই চারদিক থেকে লোকজন জড়ো হয়ে যায়। ঘটনার খবর পেয়ে পুলিশও যায়। কার দেহ, কে ওখানে পড়ে রয়েছে তা নিয়ে নানা গুঞ্জন শুরু হয়ে যায় সাধারণ মানুষের মধ্য়ে। এরপরই পুলিশ সেই দেহ উদ্ধার করতে যায়।

এদিকে সেই দেহের গায়ে হাত দিতেই চমকে উঠল পুলিশ। কেমন যেন নড়ছে বলে মনে হয় পুলিশের। এরপর দেখা যায় বাস্তবিকই ওই দেহটি নড়ছে। এরপরই পুলিশ তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে। আসলে ওই ব্যক্তি জীবিত ছিলেন। কিন্তু এমনভাবে পড়েছিলেন যে দেখে মনে হচ্ছিল তিনি হয়তো মৃত অবস্থায় রয়েছেন। 

সূত্রের খবর, শনিবার সন্ধ্যা থেকেই এই ঘটনাকে কেন্দ্র করে একেবারে তোলপাড় হয়ে যায় এলাকা। স্থানীয় বাসিন্দারা জয়পুর থানায় ফোন করে জানিয়েছিলেন যে একটি দেহ পড়ে রয়েছে গ্রামের পুকুর ধারে। কিন্তু ওই ব্যক্তিকে চিনতে পারা যাচ্ছে না। তাছাড়া তার গায়ে কোনও বস্ত্র নেই। এদিকে ওই ব্যক্তির পায়ের দিকের অংশটি জলের মধ্য়ে ছিল। তবে বাকি অংশটি ডাঙাতেই ছিল। কিন্তু কীভাবে ওই দেহটি ওখানে এল তা কিছুতেই বোঝা যাচ্ছিল না। এরপরই চারদিকে হইচই পড়ে যায়। 

এরপর পুলিশ আসে ঘটনাস্থলে। তারা দেহটি উদ্ধার করার চেষ্টা করে। আর দেহটিকে স্পর্শ করতেই একেবারে অবাক করা কাণ্ড। ওই দেহটি নড়ে ওঠে। প্রথমে স্থানীয়রা ভাবছিলেন হয়তো চোখের ভুল। পরে বুঝতে পারেন যে চোখের ভুল নয়। আসলে ওই ব্যক্তির শরীরে প্রাণ রয়েছে। কিন্তু তিনি অসার হয়ে পড়ে রয়েছেন। এরপরই ওই ব্যক্তিকে উদ্ধার করে জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার চিকিৎসা চলছে। কিন্তু ওই ব্যক্তির বাড়ি কোথায়. তার আসল পরিচয় কী সেটা ঠিক জানা যায়নি। কেন তিনি ওখানে ওভাবে পড়েছিলেন সেটাও জানা যায়নি। তবে মনে করা হচ্ছে তিনি হয়তো অন্য কোথাও থেকে এসে ওই পুকুরপাড়ে গিয়েছিলেন। এরপর শারীরিক অসুস্থতার জেরে তিনি পুকুরপাড়েই পড়ে যান।

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here