Home আপডেট Barasat: বারাসতের জন্য নিজের চেষ্টায় কিচ্ছু করেননি ৩ বারের বিধায়ক চিরঞ্জিত, বলছে তৃণমূলই

Barasat: বারাসতের জন্য নিজের চেষ্টায় কিচ্ছু করেননি ৩ বারের বিধায়ক চিরঞ্জিত, বলছে তৃণমূলই

Barasat: বারাসতের জন্য নিজের চেষ্টায় কিচ্ছু করেননি ৩ বারের বিধায়ক চিরঞ্জিত, বলছে তৃণমূলই

[ad_1]

বারাসতে তৃণমূলের অন্দরে বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তীর বিরুদ্ধে ক্ষোভ ফের একবার প্রকাশ্যে চলে এল। এবার মুখ খুললেন দলের বারাসত সাংগঠনিক জেলার মুখপাত্র সুনীল মুখোপাধ্যায়। স্পষ্ট করে দিলেন, বিধায়কের কাজে সন্তুষ্ট নয় দলের স্থানীয় নেতৃত্ব।

সম্প্রতি তৃণমূলের বারাসত সাংগঠনিক জেলার কোর কমিটির বৈঠকে অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী অভিযোগ করেন, বারাসতের বাসিন্দারা যথাযথ পুর পরিসেবা পাচ্ছেন না। এই নিয়ে প্রতিক্রয়া দিতে গিয়ে বিধায়ক চিরঞ্জিত বলেন, নারায়ণবাবু নিজের বিধানসভা কেন্দ্র অশোকনগরের থেকে বেশি বারাসত নিয়ে চিন্তিত দেখছি। উনি এখান থেকে টিকিটের আশায় রয়েছেন মনে হয়। বারাসতে মনে হয় মধু রয়েছে।

বিধায়কের প্রকাশ্যে করা এই মন্তব্যে তৃণমূলের অন্দরে তাঁর বিরুদ্ধে ক্ষোভ আরও বেড়েছে। পালটা তাঁর বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন জেলার তৃণমূল নেতারা। দলের সাংগঠনিক জেলার মুখপাত্র তথা বারাসতের প্রাক্তন পুরপ্রধান সুনীলবাবু বলেন, আমি ১০ বছর চেয়ারম্যান ও ২ বছর প্রশাসক ছিলাম। বারাসতে কী মধু আছে তা আমার জানা নেই। নারায়ণবাবু বারাসতের বাসিন্দা। তিনি এখানে টিকিট পেতেই পারেন। সেটা মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করবেন। বিধায়কের এব্যাপারে প্রকাশ্যে মন্তব্য করা ঠিক হয়নি। উনি ৩ বারের বিধায়ক হলেও বিধায়ক খাতের টাকা খরচ করা ছাড়া বারাসতের জন্য নিজের উদ্যোগে কিচ্ছু করেননি। বরং সাংসদ কাকলি ঘোষ দোস্তিদার অনেক কিছু করেছেন’।

বলে রাখি, গত বিধানসভা নির্বাচনে ভোটে না লড়ার ইচ্ছা প্রকাশ করেন চিরঞ্জিত। কিন্তু দলনেত্রীর নির্দেশে শেষে সম্মত হন তিনি। ওদিকে অশোকনগরে তৃণমূলের প্রার্থী হিসাবে নাম ঘোষণা করা হয়েছিল প্রাক্তন বিধায়ক ধীমান রায়ের। কিন্তু দলীয় কর্মীদের বিক্ষোভের মুখে প্রার্থীতালিকা পরিবর্তন করে তাঁর জায়গায় নারায়ণ গোস্বামীকে প্রার্থী করে দল।

 

 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here