Home আপডেট Barasat: বৃহস্পতিবার দুপুর থেকে বন্ধ থাকবে বারাসত চাঁপাডালি মোড়, বিকল্প রুটগুলি জেনে নিন

Barasat: বৃহস্পতিবার দুপুর থেকে বন্ধ থাকবে বারাসত চাঁপাডালি মোড়, বিকল্প রুটগুলি জেনে নিন

Barasat: বৃহস্পতিবার দুপুর থেকে বন্ধ থাকবে বারাসত চাঁপাডালি মোড়, বিকল্প রুটগুলি জেনে নিন

[ad_1]

বৃহস্পতিবার কি শেষ বেলায়  বারাসতের চাঁপাডালির মোড়ে যাওয়ার কথা আছে? তবে সমস্যা পড়তে পারেন আপনি। কারণ বৃহস্পতিবার দুপুর থেকে বারাসতের চাঁপাডালির মোড় বন্ধ করে দেওয়া হচ্ছে। দুপুর ২টো থেকে এই মোড় বন্ধ করা হচ্ছে। সূত্রের খবর,  দুর্গাপুজোর কার্নিভাল ওই রুট দিয়ে যাবে। সেকারণেই বন্ধ করে দেওয়া হচ্ছে ওই রাস্তা। সেই সঙ্গে বারসত ও টাকির দিকে যাওয়ার মুখটাও বন্ধ থাকবে। তবে কিছু গাড়িকে বিকল্প রুটে ঘুরিয়ে দেওয়া হবে।  

তবে শুধু বারাসত নয়, ব্য়ারাকপুর ও পানিহাটিতেও কাল দুর্গাপুজোর কার্নিভাল হবে। সেক্ষেত্রে সেখানেও ভোগান্তির আশঙ্কা। তবে বছরের এই একটা দিন কিছুটা মানিয়ে নেওয়ারই চেষ্টা করছেন সাধারণ মানুষ। 

২৬ অক্টোবর কার্নিভাল বের হবে। প্রচুর পুজো উদ্যোক্তা এই কার্নিভালে অংশ নেবেন। বনগাঁ ও বারাসতের নামকরা সব পুজো এই কার্নিভালে অংশ নেবেন। তার জমকালো প্রস্তুতি চলছে। তার জেরেই বেশ অনেকক্ষণের জন্য় বন্ধ থাকবে বনগাঁর দিকে যাওয়ার রাস্তা বন্ধ থাকবে। মূলত ৩৫ নম্বর জাতীয় সড়কের একাংশ বন্ধ থাকবে বলে খবর। 

তবে কার্নিভাল চলাকালীন যারা বনগাঁর দিকে যেতে চান বা বনগাঁ থেকে আসতে চান তাদের ভোগান্তি হতে পারে। তবে মুখ্য়মন্ত্রীর নির্দেশে এই উদ্যোগ। কিন্তু যাত্রীদের ভোগান্তি যাতে কম হয় তার জন্য চেষ্টা চালাচ্ছে পুলিশ প্রশাসন। 

আপাতত ঠিক করা হয়েছে, ৩৪ নম্বর জাতীয় সড়ক ধরে কিছু গাড়িকে ঘুরিয়ে দেওয়া হবে। সেই রাস্তা ধরে কিছুটা এগিয়ে যাওয়ার পরে ৩৫ নম্বর জাতীয় সড়কে যাওয়া যাবে। তবে কার্নিভাল শেষ হওয়ার পরে রাস্তা খুলে দেওয়া হবে। কিন্তু কার্নিভাল কখন শেষ হবে তা নিয়ে নির্দিষ্টভাবে কিছু বলা হয়নি। তবে টাকিরোডের দিকে যে গাড়িগুলি যাওয়ার চেষ্টা করবে সেগুলিকে আগেই মধ্য়মগ্রাম দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। 

এদিকে চাঁপাডালি মোড় দিয়ে প্রচুর মানুষ যাতায়াত করেন। কিন্তু সেই মোড় বন্ধ থাকার জেরে স্বাভাবিকভাবেই ভোগান্তি হতে পারে। 

 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here