Home বিনোদন আদিত্য গ্রুপের ‘শ্যামা সম্মানে’ সম্মানিত করা হল পূজা কমিটিগুলিকে

আদিত্য গ্রুপের ‘শ্যামা সম্মানে’ সম্মানিত করা হল পূজা কমিটিগুলিকে

আদিত্য গ্রুপের ‘শ্যামা সম্মানে’ সম্মানিত করা হল পূজা কমিটিগুলিকে

বারাসাতে “আদিত্য গ্রুপ অফ স্পর্টস এরিনা’তে সম্প্রতি আয়োজিত করা হয়েছিল “বাংলা সাংস্কৃতিক” অনুষ্ঠান।এক মনোজ্ঞ সন্ধ্যায় সম্মানিত করা হল উত্তর ২৪ পরগনার বিভিন্ন শ্যামা পূজা কমিটিকে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আদিত্য গ্রুপের চেয়ারম্যান অনির্বাণ আদিত্য, সাংসদ দিব্যেন্দু বিশ্বাস, ফুটবলার গারসন ফ্রাগা ভিয়েরা, জন জনসন, অর্ণব মন্ডল, কোমাল থাটাল, সিদ্ধার্থ রায়, নীল ভট্টাচার্য, সোনাল মিশ্রা ও সৌরভ দাস সহ একঝাঁক প্রখ্যাত ব্যক্তিত্ব। বারাসাত, বিরাটি, বসিরহাট এবং মধ্যমগ্রাম মূলত এই চারটি অঞ্চলের শ্যামা পুজোর পুজো কমিটিগুলি সেরা বেছে নিয়ে তাদের হাতে “শ্যামা সম্মান” পুরস্কার তুলে দেয়া হল আদিত্য গ্রুপের তরফে।


মোট ৮৪টি পুজো কমিটি অংশগ্রহণ করেছিল, যার মধ্যে ১২ টি পুজো কমিটিকে পুরস্কৃত করা হয়েছে।

∆ সেরার সেরা পুরস্কার পেয়েছে:-
নারায়ণপুরের প্রগতি সংঘ।

∆ ছোটদের চোখে সেরা পুজো পুরস্কার :-

বসিরহাটের নবপল্লী অ্যাসোসিয়েশন ও মধ্যমগ্রামের চৈতালি উদ্যান।

∆ সেরা পরিকল্পনা পুরস্কার :-

মধ্যমগ্রামের বসুনগর প্রতাপ সংঘ ও বারাসাতের পাওনিয়ার।

∆ সেরা পরিবেশের পুরস্কার :-

বারাসাতে সন্ধানী ও আমরা সবাই পুজো কমিটি।

∆ সেরা প্রতিমা পুরস্কার :-

বিরাটির কলাবাগান অগ্রদূত ও বারাসাত শক্তি মন্দির।

ছবি সৌজন্য :- অনুষ্টুপ ভট্টাচার্য