Home আপডেট Baruipur Murder: জয়নগরের ছায়া বারুইপুরে, পুলিশের সামনে ভাঙচুর হল TMC কর্মী খুনে অভিযুক্তদের বাড়ি

Baruipur Murder: জয়নগরের ছায়া বারুইপুরে, পুলিশের সামনে ভাঙচুর হল TMC কর্মী খুনে অভিযুক্তদের বাড়ি

Baruipur Murder: জয়নগরের ছায়া বারুইপুরে, পুলিশের সামনে ভাঙচুর হল TMC কর্মী খুনে অভিযুক্তদের বাড়ি

[ad_1]

তৃণমূলপন্থী দুষ্কৃতী খুনে ফের একবার উত্তেজনা ছাড়াল বারুইপুরের বলবনে। শনিবার রাতে ওই খুনের ঘটনায় মূল অভিযুক্তরা এখনও গ্রেফতার না হওয়ায় তাদের বাড়িতে ভাঙচুর চালালেন স্থানীয়রা। পুলিশ পিকেট থাকা সত্বেও কী করে অভিযুক্তদের বাড়িতে ভাঙচুর চলল তা নিয়ে প্রশ্ন উঠেছে। সোমবার রাতে ওই ভাঙচুরের ঘটনায় এখনও থমথমে গ্রাম।

শনিবার রাতে স্ত্রী ও সন্তানের সামনে তৃণমূলপন্থী দুষ্কৃতী সইদুল আলি শেখকে কুপিয়ে খুন করে আরেক দল দুষ্কৃতী। ঘটনায় ২৬ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন মৃতের স্ত্রী। অভিযোগ পেয়ে ১৩ জনকে গ্রেফতার করে পুলিশ। মৃতের পরিবারের দাবি, পুলিশ যাদের গ্রেফতার করেছে তাদের অধিকাংশের সঙ্গে খুনের কোনও যোগ নেই। মূল অভিযুক্ত আইজুল শেখ ও সাদ্দাম শেখকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

এরই মধ্যে সোমবার সইদুলের দেহ পৌঁছয় গ্রামে। তখন থেকেই এলাকায় নতুন করে উত্তেজনা ছড়াতে শুরু করে। অভিযোগ, সোমবার রাতে নিহতের পরিজনরা ও গ্রামবাসীদের একাংশ ২ মূল অভিযুক্ত ও তাঁদের আত্মীয়দের মোট ৫টি বাড়িতে ভাঙচুর চালায়। টালির চাল ভেঙে টুকরো টুকরো করে দেওয়া হয়। ঘরের ভিতর থেকে যাবতীয় আসবাব ফেলে দেওয়া হয় পুকুরে।

ঘটনার পর গ্রামে পুলিশ পিকেট বসানো হলেও কী করে অভিযুক্তদের বাড়িতে ভাঙচুর হল তা নিয়ে প্রশ্ন উঠছে। প্রশ্ন উঠছে, জয়নগরের পর বারুইপুরেও একই ঘটনায় কি স্পষ্ট হচ্ছে, সুবিচার পেতে পুলিশের ওপর সম্পূর্ণ আস্থা হারিয়েছে মানুষ? পুলিশ সূত্রে খবর, দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চলছে। দ্রুত তাদের নাগাল পাওয়া যাবে বলে আশাবাদী তদন্তকারীরা।

 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here