Home রাশিফল দৈনিক রাশিফল Basant Panchami 2023: বসন্ত পঞ্চমীতে রয়েছে বিশেষ শুভ যোগ, কোন সময়ে সরস্বতীর পুজো করলে ইচ্ছেপূরণ?

Basant Panchami 2023: বসন্ত পঞ্চমীতে রয়েছে বিশেষ শুভ যোগ, কোন সময়ে সরস্বতীর পুজো করলে ইচ্ছেপূরণ?

Basant Panchami 2023: বসন্ত পঞ্চমীতে রয়েছে বিশেষ শুভ যোগ, কোন সময়ে সরস্বতীর পুজো করলে ইচ্ছেপূরণ?

কলকাতা: হিন্দু ক্যালেন্ডার অনুসারে, মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে পালিত হয়।  এই বছর ২৬ জানুয়ারি ২০২৩, বৃহস্পতিবার বসন্ত পঞ্চমী উৎসবের তিথি পড়েছে। হিন্দু ধর্মে বিশ্বাস অনুসারে, সরস্বতী জ্ঞানের দেবী। শ্বেতশুভ্র সাজে বীণা হাতে আমাদের কাছে আসেন মা সরস্বতী। বাগদেবীর আরাধনা হয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। শিল্প ও সঙ্গীতের প্রতীক মা সরস্বতীর পুজো করা হয় এই দিনে। 

পঞ্জিকা মতে, এ বছর বসন্ত পঞ্চমীতে ৪টি বিশেষ শুভ যোগ তৈরি হচ্ছে। এই ধরনের শুভ যোগে মা সরস্বতীর আরাধনাকারী ভক্তদের প্রতিটি ইচ্ছা পূরণ হয়। আসুন জেনে নেই শুভ যোগ সম্পর্কে। এবার বসন্ত পঞ্চমী অর্থাৎ মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি শুরু হচ্ছে ২৫ জানুয়ারি, ২০২৩ দুপুর ১২.৩৪ মিনিটে। এটি পরের দিন ২৬ জানুয়ারি সকাল ১০.২৮ টায় শেষ হবে। উদয়তিথি অনুসারে, বসন্ত পঞ্চমী ২৬ জানুয়ারি পুজো হবে।                   

সরস্বতী পুজোর জন্য শুভ মুহূর্ত: ২৬ জানুয়ারি, বৃহস্পতিবার সকাল ০৭.১২ থেকে দুপুর ১২.৩৪ পর্যন্ত। দেবী সরস্বতী পুজোর বিশেষ সময়কাল ৫ ঘণ্টার কিছুটা বেশি সময় অবধি। এই শুভ যোগে দেবী সরস্বতীর আরাধনা করা এবং এই মহৎ প্রতিকার করলে ভক্তদের সকল ইচ্ছে পূরণ হয়। এছাড়াও যে চার যোগ তৈরি হয়েছে, তা একবার জেনে নেওয়া যাক।                                                                                          

news reels

আরও পড়ুন, কর্মজীবনে দ্রুত উন্নতি চান? বাস্তু টিপস মানলে মিলতে পারে ফল

শিব যোগ : ২৬ জানুয়ারি এটি সকাল ০৩.১০ থেকে ০৩.২৯ পর্যন্ত থাকবে। এর মধ্যে ধ্যান ও উপাসনার বিশেষ গুরুত্ব রয়েছে।

সিদ্ধ যোগ : শিব যোগ শেষ হলে সিদ্ধ যোগ শুরু হবে। যা চলবে সারা রাত পর্যন্ত। সিদ্ধ যোগ অত্যন্ত শুভ বলে মনে করা হয়।

সর্বার্থ সিদ্ধি যোগ : ২৬ জানুয়ারি সন্ধ্যা ০৬.৫৭ থেকে পরের দিন ০৭.১২ পর্যন্ত থাকবে। এই যোগে করা সমস্ত কাজ সফল হবে।

রবি যোগ : এটি সন্ধ্যা ০৬.৫৭ থেকে পরের দিন সকাল ০৭.১২ পর্যন্ত থাকবে। এই যোগে যে সমস্ত কাজ করা হয় তাতে সূর্য দেবতার কৃপায় অশুভ দূরীভূত হয় এবং শুভ ফল লাভ হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here