Home আপডেট Bauria Ferry Service:ফের চালু বাউড়িয়া-বজবজ ফেরি পরিষেবা, খুশি যাত্রীরা, বানের জলে ভেসে গিয়েছিল জেটি

Bauria Ferry Service:ফের চালু বাউড়িয়া-বজবজ ফেরি পরিষেবা, খুশি যাত্রীরা, বানের জলে ভেসে গিয়েছিল জেটি

Bauria Ferry Service:ফের চালু বাউড়িয়া-বজবজ ফেরি পরিষেবা, খুশি যাত্রীরা, বানের জলে ভেসে গিয়েছিল জেটি

[ad_1]

বানের জলের প্রবল স্রোতে ভেসে গিয়েছিল বাউরিয়া জেটি। গত ১৪ মার্চ প্রবল জলের স্রোতে ভেসে গিয়েছিল জেটিটি। এর জেরে মারাত্মক সমস্যায় পড়ে যান যাত্রীরা। এদিকে হুগলি নদীতে হাওড়া ও দক্ষিণ ২৪ পরগনা জেলার মধ্য়ে অত্য়ন্ত গুরুত্বপূর্ণ এই জেটি। এই ফেরি সার্ভিসের উপর হাজার হাজার মানুষ নির্ভরশীল। সেক্ষেত্রে এই জেটি ভেসে যাওয়ার জেরে মহা সমস্য়ায় পড়েছিলেন তারা। এবার ফের ফিরছে সেই জেটি। 

তবে দীর্ঘ ১৪ দিন পরে সেই জেটি ফিরে এল। হুগলি নদীর জলপথ পরিবহণ সমবায় সমিতি দ্রুত এই জেটি ফিরিয়ে আনতে উদ্যোগ নেওয়া হয়। কারণ এই বাউড়িয়া জেটির উপর বহু মানুষ নির্ভরশীল। সেক্ষেত্রে এখানে ফেরি সার্ভিস বন্ধ হয়ে যাওয়ার বহু মানুষ তাঁদের কর্মস্থলে যেতে গিয়ে সমস্যায় পড়ে যাচ্ছিলেন। তবে অবশেষে স্বস্তি। বৃহস্পতিবার পরীক্ষামূলকভাবে এখানে ফেরি সার্ভিস চালু করার ব্যাপারে মহড়া দেওয়া হয়েছিল। এরপর শুক্রবার থেকে পুরোদমে এখানে ফেরি সার্ভিস চালু করা হয়। সকাল ৬টা ১৫ মিনিট থেকে প্রথম ফেরি আনুষ্ঠানিকভাবে চালানো হয়। এরপর থেকে এখানে ফেরি সার্ভিস স্বাভাবিক হয়েছে। 

এদিকে ফেরি সার্ভিস ফের চালু হওয়ার জেরে অত্যন্ত খুশি যাত্রীরা। কারণ ফেরি বন্ধ হয়ে যাওয়ার জেরে মহা সমস্যায় পড়ে গিয়েছিলেন তাঁরা। অনেক ঘুরে তাদের গন্তব্যে যেতে হচ্ছিল। সেই ফেরি ফের চালু হল এবার। 

রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী সহ পরিবহণ দফতরের একাধিক কর্তারা এই ফেরি সার্ভিস ফের চালু করার ব্য়াপারে উদ্যোগ নেন। তাঁরা রাতেই ঘটনাস্থলে গিয়েছিলেন। দ্রুত এনিয়ে পরিকল্পনা নেওয়া হয়। এই জেটি মেরামত করার জন্য প্রায় তিরিশ লাখ টাকা বরাদ্দ করেছিল পরিবহণ দফতর। এরপরই দ্রুত ব্যবস্থা নেওয়া হয়।

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here