Home আপডেট প্রহর গুনছে বাংলা, নজর কাড়বে বেশ কিছু হেভিওয়েট প্রার্থী, কার ভাগ্যে নীলবাড়ির দখল?

প্রহর গুনছে বাংলা, নজর কাড়বে বেশ কিছু হেভিওয়েট প্রার্থী, কার ভাগ্যে নীলবাড়ির দখল?

প্রহর গুনছে বাংলা, নজর কাড়বে বেশ কিছু হেভিওয়েট প্রার্থী, কার ভাগ্যে নীলবাড়ির দখল?

অবশেষে দুয়ারে সেই মাহেন্দ্রক্ষণ। গত এক মাসের বেশি সময় ধরে যে ধুন্ধুমার লড়াইয়ের সাক্ষী থেকেছে বঙ্গবাসী, সেই লড়াইয়ে শেষ পর্যন্ত কার কপালে উঠছে বিজয়ের মুকুট, তা জানা যাবে আজ রবিবার। রাত পোহালেই শুরু ভোট গণনা। কিন্তু সেই গণনা শুরুর আগেই জল্পনা আর উত্তেজনার পারদ তুঙ্গে উঠেছে। সাট্টা বাজারে কোটি-কোটি টাকা বাজি লাগিয়েছেন অসংখ্য মানুষ। সবার একটাই প্রশ্ন-কি হবে? সেই বিলিয়ন ডলারের প্রশ্নের উত্তর মিলবে পড়ন্ত বিকালেই।

নির্বাচন কমিশন সূত্রে খবর, সকাল আটটা থেকে ভোট গণনা শুরু হবে। করোনার কালবেলায় কোভিড বিধি মেনে চলার কারণে অন্যান্যবারের তুলনায় এবার গণনা কিছুটা হলেও বিলম্বিত হবে। প্রথমে পোস্টাল ব্যালট গণনা হবে। তার পরে শুরু হবে ইভিএম গণনা। শেষে প্রতি বিধানসভা কেন্দ্রের পাঁচটি বুথের ইভিএমের সঙ্গে ভিভিপ্যাট মিলিয়ে দেখে চূড়ান্ত ফল ঘোষণা করা হবে। দুপুরে সম্ভাব্য ফলের আঁচ পাওয়া গেলেও চূড়ান্ত ফল পেতে বিকাল পাঁচটা পর্যন্ত অপেক্ষা করতে হবে। কোন-কোন কেন্দ্রে রাত গড়িয়ে যেতে পারে।

রাজ্যে ২৯৪ টি বিধানসভার আসন থাকলেও আজ রবিবার ভোট গণনা হবে ২৯২টি আসনের। রাজ্যবাসী তো বটেই গোটা দেশ তাকিয়ে রয়েছে নন্দীগ্রামের দিকে। কেননা ওই আসনে রাজ্য রাজনীতির দুই মহারথী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও নব্য বিজেপি নেতা শুভেন্দু অধিকারী লড়ছেন। দু’জনের রাজনৈতিক ভবিষ্যত অনেকাংশে নির্ভর করছে আজকের ফলাফলের উপরে। নন্দীগ্রামের পাশাপাশি হাওড়ার ডোমজুড় আসনের ফলাফল নিয়েও সাধারণ মানুষের মধ্যে আগ্রহ তুঙ্গে। ওই আসনে বিজেপির হয়ে লড়ছেন আর এক রাজনৈতিক ডিগবাজি খাওয়া নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। কৃষ্ণনগর উত্তর আসনে লড়ছেন বঙ্গের আর এক পোড়খাওয়া নেতা মুকুল রায়। সরাসরি ভোটে না জেতার শাপমুক্ত হতে পারেন কিনা তিনি তার দিকেও নজর থাকছে।

পাশাপাশি উত্তর ২৪ পরগনার হাবড়ায় মুখোমুখি রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ও বিজেপির বর্ষীয়ান নেতা রাহুল সিনহা। শেষ পর্যন্ত কে ভোটযুদ্ধে বাজিমাত করতে পারেন, সে দিকেও নজর রাজনৈতিক পর্যবেক্ষকদের। এবারের ভোটে তৃণমূল ও বিজেপির হয়ে একাধিক দলবদলু ভোটের ময়দানে অবতীর্ণ। সুবিধাবাদী নেতা-নেত্রীরা ফের মানুষের ভোটে জিতে আসেন কিনা, সেই দিকেও নজর থাকবে সবার। সেই সঙ্গে বঙ্গে এবারের বিধানসভা ভোটের আসরে ভাগ্য পরীক্ষায় নেমেছেন কেরিয়ারে ভাঁটার টান এসে যাওয়া যশ দাশগুপ্ত, জুন মালিয়া, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় সহ টলিউডের একঝাঁক অভিনেতা-অভিনেত্রী। তাঁদের ভাগ্যের চাকা ঘোরে কিনা, তাও দেখার অপেক্ষায় রয়েছেন অনেকে