Home খেলাধুলো রন্জ্ঞির সেমিফাইনালে মনোজরা

রন্জ্ঞির সেমিফাইনালে মনোজরা

রন্জ্ঞির সেমিফাইনালে মনোজরা

 

∆ বাংলা:
৩৩২ ও ৩৭৩

∆ ওড়িশা:

২৫০ ও ৩৯/০

২বছর বাদে সেমিতে যাওয়া একপ্রকার নিশ্চিত ছিল বাংলার। সোমবার সকালে ওড়িশার যাবতীয় আশা শেষ করে দিল প্রকৃতি। মন্দ আবহাওয়ার জন্য স্থগিত হয়ে গেল খেলা। দশ ওভারের পর আর খেলাই শুরু করা যায়নি। ফলে প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে বাংলা সেমিফাইনালে চলে গেল। শেষ চারে ইডেনের বুকে বাংলার প্রতিপক্ষ কর্ণাটক।

ম্যাচের শেষদিন ওড়িশা বিনা উইকেটে ৪০ রান তোলে। ক্রিজে ব্যাট করছিলেন অনুরাগ সারেঙ্গি (২৪) ও শান্তনু মিশ্র (১৫)। গতকাল বাংলা দিনের শেষে করেছিল ৩৬১/৭। সোমবার ইনিংস শেষ হয়ে যায় ৩৭৩ রানে । জেতার জন্য ওড়িশার দরকার ছিল ৪১৬ রান। দশ ওভার খেলা হওয়ার পর মন্দ আলোর কারণে আম্পায়ার খেলা বন্ধ করেন। পরে খেলা আর শুরু হয়নি। দুপুর দেড়টা নাগাদ স্থগিত হয়ে যায়।

সেমিফাইনালে ইডেনের বুকে বাংলার প্রতিপক্ষ হতে চলেছে কর্ণাটক। রাত আটটার ফ্লাইটে কটক থেকে কলকাতা আসবে বাংলা। দু’দিন ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া হবে। তারপর শুরু কর্ণাটক ম্যাচের প্রস্তুতি।