Home আপডেট Bhangar: কলকাতা পুলিশের আওতায় আসার পরও ভাঙড়ে ISF – TMC সংঘর্ষ, চলল গুলি

Bhangar: কলকাতা পুলিশের আওতায় আসার পরও ভাঙড়ে ISF – TMC সংঘর্ষ, চলল গুলি

Bhangar: কলকাতা পুলিশের আওতায় আসার পরও ভাঙড়ে ISF – TMC সংঘর্ষ, চলল গুলি

[ad_1]

কলকাতা পুলিশের আওতায় এলেও ভাঙড় রয়েছে ভাঙড়েই। শুক্রবার দলীয় পতাকা লাগানো নিয়ে ফের একবার উত্তপ্ত হয়ে উঠল ভাঙড় থানা এলাকার খড়গাছি এলাকা। চলল গুলি। তৃণমূলের বিরুদ্ধে দলীয় কর্মীদের ওপর হামলা চালানোর অভিযোগ এনেছে ISF। পালটা ISF-এর বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ তুলেছে তৃণমূল।

ISF-এর দাবি, শুক্রবার সকালে ভাঙড়ের খড়গাছি গ্রামে দলীয় পাতাকা লাগাচ্ছিলেন দলীয় কর্মীরা। তখন তাদের বাধা দেয় তৃণমূল কর্মীরা। এই নিয়ে মুহূর্তে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে ২ পক্ষ। এরই মধ্যে ১ ISF কর্মী তৃণমূল কর্মীদের লক্ষ্য করে গুলি চালান বলে অভিযোগ। যদিও গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ভাঙড় ও চন্দনেশ্বর থানার পুলিশ। এর পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সংঘর্ষে ৪ তৃণমূল কর্মী আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। কলকাতা পুলিশের আওতায় আসার পরই ভাঙড়ে খুচরো অশান্তি কেন বন্ধ হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। এলাকায় কী ভাবে এত অবৈধ আগ্নেয়াস্ত্র ঢুকল তা নিয়েও প্রশ্ন উঠেছে।

 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here