Home আপডেট Bhoopatinagar Blast: ভূপতিনগর থানার OCর গালে চড় কষিয়ে BJP নেতাকে রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট

Bhoopatinagar Blast: ভূপতিনগর থানার OCর গালে চড় কষিয়ে BJP নেতাকে রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট

Bhoopatinagar Blast: ভূপতিনগর থানার OCর গালে চড় কষিয়ে BJP নেতাকে রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট

[ad_1]

ভূপতিনগর বিস্ফোরণে বিজেপি নেতার নামে বস্তা বস্তা মামলা দিয়ে কলকাতা হাইকোর্টের তুমুল ভর্ৎসনার মুখে পড়ল পুলিশ। মঙ্গলবার ওই মামলার শুনানিতে বিচারপতি জয় সেনগুপ্ত জানিয়েছেন, আদালতের নির্দেশ ছাড়া ১৫ এপ্রিল পর্যন্ত তপন মিদ্দা নামে ওই বিজেপি নেতার কেশাগ্র স্পর্শ করতে পারবে না পুলিশ। সোমবার এই মামলায় রিপোর্ট দিয়ে ভূপতিনগর মামলার ওসি আদালতকে জানিয়েছিলেন, ওই ব্যক্তিকে আইনি রক্ষাকবচ দিলে ভোট প্রক্রিয়ায় প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। ওসির এই মন্তব্যের জন্য তাঁকে তীব্র ভর্ৎসনা করেন বিচারপতি সেনগুপ্ত।

আদালতের রক্ষাকবচ

এদিন আদালত পুলিশকে নির্দেশ দিয়েছে, তপন মিদ্দার বিরুদ্ধে আদালতের অনুমতি ছাড়া কোনও পদক্ষেপ করতে পারবে না পুলিশ। ১৫ এপ্রিল পরবর্তী শুনানি পর্যন্ত বহাল থাকবে এই নির্দেশিকা।

ভূপতিনগর বিস্ফোরণে তপন মিদ্দা নামে ওই বিজেপি কর্মীর নামে ২৬ মামলা রুজু করেছে ভূপতিনগর থানার পুলিশ। তার মধ্যে ১৫টিতে চার্জশিটও দিয়ে ফেলেছে তারা। একটি মামলায় তপন মিদ্দাকে গ্রেফতার করে বাকি গুলিতে তাঁকে খাতায় কলমে গ্রেফতার দেখানো হয়েছে। মামলা খারিজের দাবি জানিয়ে ওই বিজেপি কর্মী আদালতে দ্বারস্থ হন। আদালতকে জানান, কেউ কোনও FIR না করলেও নিজেদের ইচ্ছা মতো একের পর এক মামলা করে গিয়েছে পুলিশ।

OCকে ভর্ৎসনা

এই মামলায় সোমবার আদালতে রিপোর্ট পেশ করে ভূপতিনগর থানার ওসি জানান, তপন মিদ্দাকে রক্ষাকবচ দিলে ভোট প্রক্রিয়া প্রভাবিত হতে পারে। এই রিপোর্টে তীব্র ক্ষোভ প্রকাশ করে বিচারপতি সেনগুপ্ত জানান, এই রিপোর্ট আদালতের পক্ষে অবমাননাকর। তপন মিদ্দার বিরুদ্ধে কোথায় কত মামলা আছে তা জানিয়ে মঙ্গলবার ফের ওসিকে রিপোর্ট দিতে বলেন তিনি। সেই রিপোর্টে পুলিশের আবেদন খারিজ করে বিজেপি নেতাকে আইনি রক্ষাকবচ দিলেন বিচারপতি।

২০২২ সালের ২ ডিসেম্বর রাত ১১টা নাগাদ ভূপতিনগরের নাড়ুয়াবিলা গ্রামে তৃণমূলের বুথ সভাপতি রাজকুমার মান্নার বাড়িতে প্রবল বিস্ফোরণ হয়। বিস্ফোরণে উড়ে যায় বাড়ির চাল। বিস্ফোরণে রাজকুমারবাবু ছাড়াও মৃত্যু হয় তাঁর ভাই দেবকুমারসহ আরও এক তৃণমূলি দুষ্কৃতীর। তাদের দেহ উদ্ধার হয় বাড়ি থেকে প্রায় ১৫০ মিটার দূরে ধান ক্ষেতে। বিস্ফোরণের তীব্রতায় উড়ে রাজকুমার মান্নার বাড়িতে তৈরি হয় ২টি বিশাল গর্ত। ফরেন্সিক রিপোর্টে জানানো হয়, বিস্ফোরণের জেরে তৈরি হয়েছে গর্তদুটি।

এদিন আদালত পুলিশকে প্রশ্ন করে, তপন মিদ্দার বিরুদ্ধে যে মামলাগুলি করা হয়েছে, তার মধ্যে অন্তত ২টি মামলায় বিস্ফোরণের উল্লেখ রয়েছে। সেই মামলাগুলির কথা NIAকে জানানো হয়নি কেন?

 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here