Home আপডেট Birbhum: TMC নেতাকে ১১ লাখ টাকা দিয়েও হয়নি চাকরি, উলটে জুটছে হুমকি, থানায় গেলেন ভুক্তভোগী

Birbhum: TMC নেতাকে ১১ লাখ টাকা দিয়েও হয়নি চাকরি, উলটে জুটছে হুমকি, থানায় গেলেন ভুক্তভোগী

Birbhum: TMC নেতাকে ১১ লাখ টাকা দিয়েও হয়নি চাকরি, উলটে জুটছে হুমকি, থানায় গেলেন ভুক্তভোগী

[ad_1]

স্বাস্থ্য দফতরে চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ এক তৃণমূল নেতার বিরুদ্ধে। অভিযোগ, নগদ ১১ লক্ষ টাকা দিয়েও চাকরি তো হয়ইনি, উলটে টাকা ফেরত চাইলে শাসাচ্ছেন তৃণমূল নেতা। এই ঘটনায় অবশেষে থানার দ্বারস্থ হয়েছেন অভিযুক্ত। কিন্তু পুলিশ কিছু করবে বলে ভরসা নেই তাঁর।

ঘটনার বীরভূমের সাঁইথিয়ার মাঠপলশা গ্রাম পঞ্চায়েতের। অভিযোগ, ওই পঞ্চায়েতের তৃণমূলের সদ্য প্রাক্তন অঞ্চল সভাপতি আসাদুর জামান স্বাস্থ্য দফতরে চাকরি দেওয়ার নাম করে দফায় দফায় প্রায় ১১ লক্ষ টাকা তুলেছেন। এই অভিযোগ নিয়ে থানার দ্বারস্থ হয়েছেন দেবব্রত ঘোষ। তাঁর অভিযোগ, আসাদুর জামান আমাকে স্বাস্থ্য দফতরে চাকরি করে দেবেন বলে দাবি করেন। সেজন্য তাঁর কথা অনুসারে আমি ২ জনকে মোট ১১ লক্ষ টাকা দিয়েছি। বছরের পর বছর কেটে গেছে। কিন্তু চাকরি হয়নি। এখন টাকা ফেরত চাইলে ওই তৃণমূল নেতা আমাকে হুমকি দিচ্ছেন। বলছেন, যা পারো করে নেও। অবশেষে থানায় অভিযোগ দায়ের করেছি।

এই সুযোগ হাতছাড়া করতে রাজি নয় বিজেপি। তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করেছেন জেলা তৃণমূলের এক নেতা। তিনি বলেন, ‘তৃণমূল মানেই তো চোর। যে দলের মহাসচিবের বান্ধবীর খাটের তলা থেকে কোটি কোটি টাকা পাওয়া যায় তাদের এসব তো ছোট খাটো ব্যাপার।’

পুলিশে অভিযোগ হওয়ায় বেজায় অস্বস্তিতে পড়েছে তৃণমূল। জেলা তৃণমূলের সহ সভাপতি মলয় মুখোপাধ্যায় বলেন, ‘বিষয়টা কানে এসেছে। ব্লক সভাপতি দেখছেন। অভিযোগ সত্য প্রমাণিত হলে দল পদক্ষেপ করবে।’

 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here