Home আপডেট BJP Meeting: নজরে ৩৫ আসন, হাতিয়ার ৩টে ইস্যু, লোকসভা ভোটের প্রস্তুতি বৈঠকে রাজ্য BJP

BJP Meeting: নজরে ৩৫ আসন, হাতিয়ার ৩টে ইস্যু, লোকসভা ভোটের প্রস্তুতি বৈঠকে রাজ্য BJP

BJP Meeting: নজরে ৩৫ আসন, হাতিয়ার ৩টে ইস্যু, লোকসভা ভোটের প্রস্তুতি বৈঠকে রাজ্য BJP

[ad_1]

লোকসভা ভোটের রণকৌশল ঠিক করতে মঙ্গলবার বৈঠকে বসল রাজ্য বিজেপি। বৈঠকে রাজ্য বিজেপির নেতারা ছাড়াও রয়েছেন সমস্ত সাংসদ, বিধায়ক ও পর্যবেক্ষকরা। এদিনের বৈঠকে পশ্চিমবঙ্গে লোকসভা ভোটের পরিচালনা কমিটি তৈরি হতে পারে সূত্রের খবর। কমিটিতে ১০০ জনের বেশি জায়গা পেতে পারেন বলে আভাস পাওয়া গিয়েছে।

গত ২৬ ডিসেম্বর কলকাতায় রাজ্য বিজেপির নেতাদের সঙ্গে বৈঠকে লোকসভা নির্বাচনের রণকৌশল ঠিক করে দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও সভাপতি জগৎ প্রকাশ নড্ডা। সেই বৈঠকে কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্যে ভোট পরিচালনার জন্য ১১ জনের কমিটি গড়েছেন বলে সূত্র মারফৎ খবর পাওয়া যায়। পরে যদিও সেই খবর অস্বীকার করেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। তার প্রায় পক্ষকাল পর মঙ্গলবার নিউ টাউনের একটি হোটেলে বিজেপির লোকসভা ভোটের রণকৌশল ঠিক করতে শুরু হয়েছে বৈঠক। বিজেপি সূত্রে খবর, দলের সাংগঠনিক কাঠামো মেনে দলের কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে নিচের স্তর পর্যন্ত পৌঁছে দিতে এই বৈঠক। বৈঠকে শাহ ও নড্ডার নির্দেশ দলের সমস্ত সাংসদ, বিধায়কদের জানানো হবে। সঙ্গে নিচুতলায় কী ভাবে বার্তা পৌঁছে দেওয়া হবে তা নিয়েও নির্দেশ দেবেন তাঁরা। এভাবেই জেলা, ব্লক হয়ে মণ্ডল ও বুথ পর্যন্ত পৌঁছবে দলীয় সর্বোচ্চ নেতৃত্বের নির্দেশ।

বিজেপির তরফে জানা গিয়েছে, এবারের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে মূলত ৩টি বিষয়কে হাতিয়ার করতে চলেছে তারা। প্রথমত মমতা সরকারের বেলাগাম দুর্নীতি ও নিপীড়ন। দ্বিতীয়ত কেন্দ্রীয় সরকারের জনদরদী প্রকল্পের সুবিধা ও রাজ্য সরকারের কারণে বেশ কয়েকটি প্রকল্প থেকে কী ভাবে রাজ্যবাসী বঞ্চিত। তৃতীয়ত, রাম মন্দির নিয়ে বড়সড় প্রচারে নেমে হিন্দুত্বের আবহ তৈরি।

বিজেপির তরফে জানা গিয়েছে, এদিনের বৈঠকে রাজ্যে লোকসভা নির্বাচন পরিচালনায় মূল কমিটি ও একাধিক সহকারী কমিটি তৈরি হবে। কমিটিতে ১০০-র বেশি নেতা, সাংসদ ও বিধায়ক স্থান পেতে পারেন। প্রত্যেককে সুনির্দিষ্টভাবে নিজের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হবে। বুঝিয়ে দেওয়া হবে কার সঙ্গে কী ভাবে সমন্বয় রেখে কাজ করতে হবে।

আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে দলকে ৩৫টি আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন অমিত শাহ। বিজেপি নেতাদের দাবি, গত লোকসভা নির্বাচনে ২২টি আসনের লক্ষ্যমাত্রা দিয়েছিলেন তৎকালীন দলের সভাপতি। আর রাজ্যে ১৮টি আসনে জয় পেয়েছিল বিজেপি। আরামবাগ ও দক্ষিণ মালদা কেন্দ্রে খুব কম ব্যবধানে হেরেছিলেন দলের প্রার্থীরা। সমালোচকরা বলছেন, রাজ্যবাসী বিজেপিতে ১৮ জন সাংসদ দিলেও ৫ বছরে মোদী সরকারে ১ জনও পূর্ণমন্ত্রীর মর্যাদা পাননি। যা হতাশাজনক।

 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here