Home আপডেট সমাজবাদী পার্টির মহিলা কর্মীর শাড়ি ধরে টান ভিডিও ভাইরাল , অভিযোগের তীর গেরুয়া শিবিরের দিকে

সমাজবাদী পার্টির মহিলা কর্মীর শাড়ি ধরে টান ভিডিও ভাইরাল , অভিযোগের তীর গেরুয়া শিবিরের দিকে

সমাজবাদী পার্টির মহিলা কর্মীর শাড়ি ধরে টান ভিডিও ভাইরাল , অভিযোগের তীর গেরুয়া শিবিরের  দিকে

মহিলাদের নিরাপত্তার ক্ষেত্রে বার বার প্রশ্নের মুখে পড়তে হচ্ছে উত্তরপ্রদেশকে। এ বার সেই রাজ্যেই এক রাজনৈতিক কর্মীর শাড়ি ধরে টানলেন তাঁর বিপক্ষ শিবিরের কয়েক জন। মহিলার হেনস্থা হওয়ার এই  ঘটনা  সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে

এই ঘটনার অভিযোগের তীর বিজেপির দিকে। উত্তরপ্রদেশে বর্তমানে স্থানীয় নির্বাচন চলছে। অভিযোগ, সমাজবাদী পার্টির প্রার্থীর হয়ে এসেছিলেন ওই মহিলা কর্মী। তাঁর উপর চড়াও হয় বিজেপি-আশ্রিত দুষ্কৃতীরা। ওই মহিলার অভিযোগ, তাঁর শাড়ি ধরে টানার পাশাপাশি মনোনয়নপত্রও ছিনিয়ে নেওয়া হয়। এই ঘটনার তীব্র নিন্দা করেছেন অখিলেশ যাদব ।  লখনউ থেকে ১৩০ কিলোমিটার দূরে লখিমপুর খেরি এলাকায় ঘটে যাওয়া এই ঘটনা উল্লেখ করে তিনি লিখেছেন, “ক্ষমতালোভী যোগী আদিত্যনাথের গুন্ডারা।”

উল্লেখ্য, রবিবার উত্তরপ্রদেশে পঞ্চায়েত স্তরের নির্বাচন। মোট ৮২৫টি ব্লকে এই নির্বাচন হবে। তারই মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

তবে বিজেপি-বিরোধী শিবিরের অভিযোগ, সর্বত্রই আতঙ্কের পরিবেশ তৈরি করে রেখেছে বিজেপি। বিরোধী প্রার্থীদের ভয় দেখানো, মনোনয়ন দিতে না যাওয়ার জন্য বাধ্য করা, বোমাবাজি, গুলিচালনার ভুরি ভুরি অভিযোগ উঠছে গেরুয়া শিবিরের বিরুদ্ধে।