Home লাইফস্টাইল Beauty Tips: এই লকডাউনে ঘরোয়া পদ্ধতিতেই দূর করুন ত্বকের অবাঞ্ছিত দাগ-ছোপগুলি

Beauty Tips: এই লকডাউনে ঘরোয়া পদ্ধতিতেই দূর করুন ত্বকের অবাঞ্ছিত দাগ-ছোপগুলি

Beauty Tips: এই লকডাউনে ঘরোয়া পদ্ধতিতেই দূর করুন ত্বকের অবাঞ্ছিত দাগ-ছোপগুলি

ত্বকের অযাচিত দাগ ছোপ ত্বকের সৌন্দর্যের অন্তরায় হয়ে দাঁড়ায়। মুখের সৌন্দর্য বজায় রাখতে হলে প্রয়োজন ত্বকের যত্নের। প্রকৃত সৌন্দর্যের জন্য প্রয়োজন দুটি জিনিস। একটি নিঁখুত ত্বক অপরটি হল সুন্দর চুল। নিঁখুত সুন্দর ত্বক পেতে পার্শ্ব প্রতিক্রিয়ার ভয় কাটিয়ে কাজে লাগান ঘরোয়া পদ্ধতি। তবে ত্বকের দাগ-ছোপের সমস্যায় অনেকেই ভোগেন। এই সমস্যা দূর করতে পার্লারে লেজার ট্রিটমেন্টের মত ব্যয়বহুল চিকিৎসাও করান অনেকেই। ঘরোয়া কিছু সহজ উপায়েই ত্বকের কালো ছোপ দূর করা যায়। জেনে নেওয়া যাক সেই উপায়গুলি-

Glycerin and Milk Face Peel-Off Mask #CharcoalPeelMask #AntiAgingFaceMasks  #MatchaGreenTeaMask #PeelOffFaceM… | Face mask anti aging, Face scrub  homemade, Face peel

ত্বকের কালো জেদি দাগ দূর করতে কাজে লাগাতে পারেন গুঁড়ো দুধ ও গ্লিসারিন এর পেস্ট। এই দুই উপাদান একসঙ্গে মিশিয়ে ত্বকে ১৫-২০ মিনিট লাগিয়ে রাখুন। এরপর ঠান্ডা জলে মুখ ধুয়ে ফেলুন।

Top 10 Benefits Of Orange Peels – Why They Make Your Life Better

এছাড়া শীতকালীন ফল কমলা লেবুর খোসা শুকিয়ে তা গুঁড়ো করে তা দুধের সঙ্গে মিশিয়ে ত্বকে লাগিয়ে নিন। শুকিয়ে গেলে হালকা হাত ঘষে মুখ ধুয়ে ফেলুন। এই উপায়ে দ্রুত ফল পাবেন। তবে ত্বকে কালো দাগের সমস্যা বেশি হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই কোনও প্রোডাক্ট ব্যবহার করুন।

Boost sex Drive – Cloves and Garlic – Home Remedy | Hakeem Muhammad Irfan

এছাড়া ত্বকে ব্রণর জেদি দাগ দূর করতে হলে প্রতিদিন রাতে ঘুমানোর আগে রসুন ও লবঙ্গের পেস্ট কাজে লাগাতে পারেন। এতে ব্রণর জেদি দাগ থেকে সহজেই মুক্তি পাবেন।

Freezing Tomatoes | UNL Food

এছাড়া প্রতিদিন দাগের উপরে মধু লাগাতে পারেন এই নিয়মেও সহজেই উপকার মিলবে।

দ্রুত উপকার পেতে চন্দনের গুঁড়ো ও গোলাপ জল একসঙ্গে মিশিয়ে পেস্ট বানিয়ে লাগালে উপকার পাবেন।

এছাড়া টমোটোর রস লাগিয়ে ১০-১৫ মিনিট পরে ধুয়ে ফেলুন, এতেও উপকার পাবেন।