Home আপডেট করোনার দ্বিতীয় ঢেউয়ের কোপে অনিশ্চিত একাধিক বোর্ড পরীক্ষা

করোনার দ্বিতীয় ঢেউয়ের কোপে অনিশ্চিত একাধিক বোর্ড পরীক্ষা

করোনার দ্বিতীয় ঢেউয়ের  কোপে অনিশ্চিত একাধিক  বোর্ড পরীক্ষা

করোনার দ্বিতীয় ঢেউয়ে জর্জরিত দেশ। আর এবার তারই মধ্যে অনিশ্চিত বোর্ডের পরীক্ষা। ৪ মে থেকে শুরু হওয়ার কথা সিবিএসই-‌র দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা। তবে এই পরিস্থিতিতে পরীক্ষা আদৌ করা উচিত কি না তা ইতিমধ্যেই ভাবতে শুরু করেছে সিবিএসই কর্তৃপক্ষ এবং কেন্দ্রের শিক্ষা দফতর। মহারাষ্ট্রের রাজ্য শিক্ষা বোর্ড ইতিমধ্যেই তাদের পরীক্ষা মে মাসের শেষের দিকে পিছিয়ে দিয়েছে। উত্তরপ্রদেশও একই পথে হেঁটে স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। সিবিএসই পরীক্ষা এই আবহের মধ্যে স্থগিত রাখতে অভিভাবকদের তরফে সিবিএসই কর্তৃপক্ষ এবং শিক্ষা দফতরে আবেদন করা হয়েছে।

পরীক্ষা পিছোতে কেন্দ্রীয় সরকারকে আর্জি জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি বলেন, দিল্লিতে ৬ লক্ষেরও বেশি ছাত্রছাত্রী পরীক্ষা দেবেন এবং ১ লক্ষেরও বেশি শিক্ষক-‌শিক্ষিকা সহ শিক্ষাকর্মীরা ডিউটিতে থাকবেন। যার ফলে সংক্রমণ ব্যাপক আকারে বাড়বে। বিকল্প পরীক্ষার ব্যবস্থারও এদিন দাবি জানান কেজরিওয়াল। বোর্ডের পরীক্ষা আপাতত বাতিল করা উচিত বলে জানান দিল্লির মুখ্যমন্ত্রী।

সিবিএসই কর্তারাও জানান, এই বিষয়ে কথাবার্তা চলছে। সম্ভবত পরীক্ষা স্থগিত করা হবে। যার ফলে করোনার কোপে পড়তে চলেছে একাধিক বোর্ড পরীক্ষা।