Home খেলাধুলো বরদলুই ট্রফি জয় উদযাপনের মধ্য দিয়ে আইলিগে প্রত্যাবর্তনের অঙ্গীকার মহামেডানের

বরদলুই ট্রফি জয় উদযাপনের মধ্য দিয়ে আইলিগে প্রত্যাবর্তনের অঙ্গীকার মহামেডানের

বরদলুই ট্রফি জয় উদযাপনের মধ্য দিয়ে আইলিগে প্রত্যাবর্তনের অঙ্গীকার মহামেডানের

কলকাতা ফুটবল বা বলা ভাল ময়দানের ফুটবলের ৩ ‘বিগ ব্রাদার’ মোহনবাগান,ইস্টবেঙ্গল এবং মহামেডান। বেশ কিছু বছর হল দেশের ‘টপ টিয়ার’ ফুটবল অর্থাৎ আই লিগে যোগ্যতা অর্জনে ব্যর্থ মহামেডান স্পোর্টিং। সম্প্রতি ময়দানের পোড়খাওয়া কোচ রঘু নন্দীর কোচিংয়ে ২৫ বছর পর বরদলুই ট্রফি চ্যাম্পিয়ন হয়ে ঘরে ফিরেছে সাদা কালো বিগ্রেড। ট্রফিজয়ী মহামেডান দলকে ক্লাব তাবুতে এক ঘরোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্বর্ধনা দেওয়া হল সম্প্রতি। অনুষ্ঠানে ১ লক্ষ টাকা দেওয়ার কথাও ঘোষণা করা হল। সেই সম্বর্ধনা মঞ্চ থেকেই আইলিগে ফের প্রত্যাবর্তনের অঙ্গীকার গ্রহন করল গোটা দল সহ কর্মকর্তারা।

ইন্ডিপেন্ডেস কাপের ফাইনালে টাইব্রেকারে হারার পর বরদলুই ট্রফি জয় মহামেডানকে নিঃসন্দেহে নতুন করে অক্সিজেন দেবে। এরপর মহামেডান ডুরান্ড ও দার্জিলিং গোল্ডকাপ খেলে দ্বিতীয় ডিভিশন আইলিগে চ্যাম্পিয়ন হয়ে আইলিগের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করাকে ‘পাখির চোখ’ করছে ।

ছবি সৌজন্য :- অনুষ্টুপ ভট্টাচার্য