Home আপডেট Bricks field blast: ভয়াবহ বিস্ফোরণের জেরে ভেঙে পড়ল ইটভাটার চিমনি, চাপা পড়ে মৃত্যু ৩ শ্রমিকের

Bricks field blast: ভয়াবহ বিস্ফোরণের জেরে ভেঙে পড়ল ইটভাটার চিমনি, চাপা পড়ে মৃত্যু ৩ শ্রমিকের

Bricks field blast: ভয়াবহ বিস্ফোরণের জেরে ভেঙে পড়ল ইটভাটার চিমনি, চাপা পড়ে মৃত্যু ৩ শ্রমিকের

[ad_1]

ভয়াবহ বিস্ফোরণ ঘটল একটি ইটভাটায়। ইট পোড়ানোর জন্য আগুন জ্বালাতে গিয়েই বিস্ফোরণের জেরে ভেঙে গেল চিমনি। যার ফলে মৃত্যু হল ভাটার ৩ শ্রমিকের। এছাড়াও গুরুতর জখম হয়েছে আরও ৪ জন। ঘটনাটি বসিরহাট থানার ইটিন্ডা এলাকার কৃষ্ণা ভাটার। ঘটনার জেরে চাঞ্চল্য এলাকায়। স্থানীয় বাসিন্দারা জখম ও মৃতদের উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করে। গুরুতর জখম অবস্থায় দুজনকে চিকিৎসার জন্য কলকাতায় পাঠানো হয়েছে।

আরও পড়ুন: বকেয়া চাওয়ায়, জ্বলন্ত ভাটায় শ্রমিককে ধাক্কা দিয়ে ফেললেন ইটভাটা মালিক

স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় দীর্ঘদিন ধরে বেআইনিভাবে চলছিল ইটভাটাটি। ইট তৈরির জন্য বুধবার রাতে চিমনিতে আগুন দেওয়া হয়েছিল। সেই সময় ভাটায় কাজ করছিলেন অসংখ্য শ্রমিক। তার মধ্যে বেশ কয়েকজন শ্রমিক ভিন রাজ্যের বাসিন্দা। সেই সময় চিমনিতে আচমকা বিস্ফোরণ ঘটে এবং সেটি ভেঙে পড়ে যায়। তখন চিমনির নিচে চাপা পড়েন একাধিক শ্রমিক। তাদের মধ্যে তিনজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। রানা দাস নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘গতকাল রাতে চিমনিতে আগুন ধরানো হয়েছিল। তখনই সেটিতে বিস্ফোরণ ঘটে। চিমনি ভেঙে যাওয়ার ফলে অনেকেই অচেতন হয়ে পড়ে। তখন আশপাশের ভাটার শ্রমিক এবং স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।’ এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বসিরহাট থানার পুলিশ।  ইতিমধ্যেই এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, যাদের মৃত্যু হয়েছে তাদের মধ্যে দুজনের নাম হল হাফিজুল মণ্ডল (৩৫) ও রাকেশ কুমার (৪০)। ঘটনাটি ঘটেছে সন্ধ্যা ৭ টা নাগাদ। পুলিশের পাশাপাশি দমকল বাহিনীও ঘটনাস্থলে পৌঁছায়। জেসিবির সাহায্যে ধ্বংসস্তূপ সরানো হয়।  এ বিষয়ে বসিরহাট পুলিশ জেলার সুপার জেপি থমাস বলেন, মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। কী কারণে এই বিস্ফোরণ ঘটেছে তা জানার চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন বসিরহাটের বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক। এর আগে কখনও এই ধরনের ঘটনা ঘটেনি। কেন এমন ঘটনা ঘটল? তা খতিয়ে দেখা হবে। এদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনার খোঁজখবর নিয়েছেন বলে জানিয়েছেন, জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী। তিনিও এদিন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ তদারকি করেন।

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here