Home আপডেট BSF Firing: কাটাতারের বেড়া কেটে গরু নিতে ভারতে ঢুকে BSFএর গুলিতে নিহত ২ বাংলাদেশি পাচারকারী

BSF Firing: কাটাতারের বেড়া কেটে গরু নিতে ভারতে ঢুকে BSFএর গুলিতে নিহত ২ বাংলাদেশি পাচারকারী

BSF Firing: কাটাতারের বেড়া কেটে গরু নিতে ভারতে ঢুকে BSFএর গুলিতে নিহত ২ বাংলাদেশি পাচারকারী

[ad_1]

সীমান্তের কাঁটাতারের বেড়া কেটে ভারতে অনুপ্রবেশের সময় বিএসএফের গুলিতে মৃত্যু হল ২ বাংলাদেশি পাচারকারীর। শনিবার মধ্যরাতে নদিয়ার কৃষ্ণগঞ্জ থানা এলাকায় এই ঘটনা ঘটে। নিহতদের কাছ থেকে টর্চ ও তার কাটার যন্ত্র উদ্ধার করেছেন BSF জওয়ানরা। দেহ তুলে দেওয়া হয়েছে পুলিশের কাছে।

BSF সূত্রে জানা গিয়েছে, শনিবার মধ্যরাতে সীমান্তের তারকাঁটার বেড়া কেটে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেন ২ ব্যক্তি। তাদের সতর্ক করলেও কর্ণপাত করেনি। এর পর গুলি চালাতে বাধ্য হন বিএসএফের ৩৬ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা। গুলিতে ২ জনই ভারত ভূখণ্ডের মধ্যে লুটিয়ে পড়েন। এর পর তাদের উদ্ধার করে কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করলে দেহ পুলিশকে হস্তান্তর করা হয়।

বাংলাদেশি সূত্র থেকে জানা গিয়েছে, নিহতরা হলেন সাজেদুর রহমান (২৭), শরিয়তুল্লাহ (৩০)। তারা বাংলাদেশের দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের বাসিন্দা। মৃতরা যে অবৈধ উপায়ে সীমান্ত পার করেছিলেন তা স্বীকার করে নিয়েছেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার আরএম ফয়জুর রহমান।

নিহতদের প্রতিবেশীরা জানিয়েছেন, নিহতরা গরু পাচারকারী। সীমান্ত পেরিয়ে গরু আনতে ভারতে ঢুকেছিল তারা।

BSF এর তরফে জানানো হয়েছে, দেহ ময়নাতদন্তের পর বিজিবির হাতে তুলে দেওয়া হবে। সেজন্য বিজিবি আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করেছেন তাঁরা।

 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here