Home আপডেট Calcutta High Court: নোটিস দিতে ধর্ষণে অভিযোগকারীর বাড়িতে মাঝরাতে পুলিশ, জরিমানা করল হাইকোর্ট

Calcutta High Court: নোটিস দিতে ধর্ষণে অভিযোগকারীর বাড়িতে মাঝরাতে পুলিশ, জরিমানা করল হাইকোর্ট

Calcutta High Court: নোটিস দিতে ধর্ষণে অভিযোগকারীর বাড়িতে মাঝরাতে পুলিশ, জরিমানা করল হাইকোর্ট

[ad_1]

ম্যাজিস্ট্রেটের সামনে হাজিরা দেওয়ার নোটিস দিতে ধর্ষণে অভিযোগকারী মহিলার বাড়িতে মাঝরাতে হাজির হয় পুলিশ। এমন কী রাতে তাঁকে হোটাসঅ্যাপে কলও করা হয়। এই ঘটনায় দুই থানার আইসিকে জরিমানা করল কলকাতা হাইকোর্ট। তাঁদের মহিলার কাছে লিখিত ভাবে ক্ষমাও চাইতে বলা হয়েছে।

ওই মহিলা লেক ও নরেন্দ্রপুর থানায় গণধর্ষণের অভিযোগ করেন। আলিপুর আদালতে সেই মামলা চলাকালীন এজলাসে দাঁড়িয়েই ওই মহিলা এক ব্যক্তির দিকে আঙুল তোলেন। ওই ব্যক্তি তাঁকে মামলা তুলে নেওয়ার জন্য চাপ দিচ্ছেন বলে অভিযোগ করেন। তখন বিচারক তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য নির্দেশ দেন।

(পড়তে পারেন। পয়লা বৈশাখই হোক বাংলা দিবস, প্রস্তাব পাশ হল বিধানসভায়, ‘দেখি কার শক্তি বেশি,’ হুঁশিয়ারি মমতার)

কিন্তু পুলিশ তাঁকে না জিজ্ঞাসাবাদ করে উল্টে মহিলাকেই নোটিস পাঠায়। তিনি হাইকোর্টের দ্বারস্থ হন।

জানা গিয়েছে, নোটিস দিতে মাঝরাতে দুই থানার পুলিশ মহিলার বাড়ি গিয়ে হাজির হন। শুধু তাই নয় রাতেই তাঁকে হোয়টসঅ্যাপ কলও করা হয়। এর পরই মহিলা হাইকোর্টের দ্বারস্থ হন।

এই মামলায় লেক এবং নরেন্দ্রপুর থানার ওসিকে জরিমানা করে বিচাপরতি জয়মাল্য বাগচির বেঞ্চ। দুইজনকেই লিখিত ভাবে মহিলার ক্ষমা চাওয়ার জন্য নির্দেশ দিয়েছে আদালত। দুই ওসির ভূমিকার নিন্দাও করেছে বেঞ্চ।

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here