Home আপডেট Calcutta High Court: সম্পূর্ণ ক্ষতিপূরণ না দেওয়া পর্যন্ত রাজ্য জমি অধিগ্রহণ করতে পারবে না: হাইকোর্ট

Calcutta High Court: সম্পূর্ণ ক্ষতিপূরণ না দেওয়া পর্যন্ত রাজ্য জমি অধিগ্রহণ করতে পারবে না: হাইকোর্ট

Calcutta High Court: সম্পূর্ণ ক্ষতিপূরণ না দেওয়া পর্যন্ত রাজ্য জমি অধিগ্রহণ করতে পারবে না: হাইকোর্ট

[ad_1]

সম্পূর্ণ ক্ষতিপূরণ না দেওয়া পর্যন্ত রাজ্য সরকার কোনও জমি অধিগ্রহণ করতে পারবে না।  অধিগ্রহণ সংক্রান্ত এক মামলার প্রেক্ষিতে এমনটাই জানিয়ে দিল আদালত। বিচারপতি বিবেক চৌধুরী জানিয়েছে জমি অধিগ্রহণ আইন ২০১৩-র ৩৮ নম্বর ধারা অনুযায়ী সরকার সম্পূর্ণ ক্ষতিপূরণ না দেওয়া পর্যন্ত কোনও জমি অধিগ্রহণ করতে পারবে না। আদালত নির্দেশ দিয়েছে আগামী ১৫ ডিসেম্বর ওই জমি অধিগ্রহণের ক্ষেত্রে স্থিতাবস্থা বজায় থাকবে। 

চাঁচলের সঙ্গে জাতীয় সড়ক ৮১-এর সংযোগ সাধনে বাইপাস তৈরির জন্য ওই জমি অধিগ্রহণ করা হয়।

এর জন্য রাজ্য সরকার ক্ষতিপূরণ দিলেও ক্ষতিপূরণের অঙ্কে সন্তুষ্ট নয় এক জমির মালিক। তিনি হাইকোর্টের দ্বারস্থ হন। আদালত তাঁর আবেদন গ্রহণ করে। 

(পড়তে পারেন। খানাখন্দে ভর্তি বিধাননগরের বহু রাস্তা, পুজোয় দুর্ঘটনার আশঙ্কা স্থানীয়দের) 

(পড়তে পারেন। শুরুতেই ‘সুপারহিট’ যাত্রীসাথী অ্যাপ! চোখের পলকে চালকদের আয় ছাড়াল ১১ কোটি টাকা)

জমির মালিক তাঁর আবেদনে বলেন, জমি অধিগ্রহণ এবং পূর্নবাসন আইন ২০১৩-র ৩৮ ধারা অনুযায়ী সরকার সঠিক এবং স্বচ্ছ ক্ষতিপূরণ দিয়েই তবেই জমি অধিগ্রহণ করতে পারবে। সম্পূর্ণ ক্ষতিপূরণ দেওয়ার পর তবে সরকার জমি অধিগ্রহণ করতে পারবে। তিনি আদালতে বলে জমি অধিগ্রহণ নিয়ে যদি কোনও বিবাদ থাকে তবে জমি মালিকের কাছেই থাকবে। 

শুনানিতে রাজ্য জানায়, জমি অধিগ্রহণ ক্ষতিপূরণের অর্থ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

আদালত জানিয়েছে, যতক্ষণ না পর্যন্ত ক্ষতিপূরণের সম্পূর্ণ অর্থ জমির মালিক পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত জমিটি মালিকের হাতে থাকবে।  ডিসেম্বরে মামলার পরবর্তী শুনানি।

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here