Home আপডেট Calcutta University: কলকাতা বিশ্ববিদ্যালয়ের গাড়িতে লেখা ‘জয় শ্রী রাম’, সমালোচনায় ছাত্র-শিক্ষকরা

Calcutta University: কলকাতা বিশ্ববিদ্যালয়ের গাড়িতে লেখা ‘জয় শ্রী রাম’, সমালোচনায় ছাত্র-শিক্ষকরা

Calcutta University: কলকাতা বিশ্ববিদ্যালয়ের গাড়িতে লেখা ‘জয় শ্রী রাম’, সমালোচনায় ছাত্র-শিক্ষকরা

[ad_1]

কলকাতা বিশ্ববিদ্যালয়ের গাড়িতে লাগানো রয়েছে ধর্মীয় স্টিকার এবং স্লোগান। কোনওটিতে রয়েছে ‘জয় শ্রী রাম’ আবার কোনওটিতে রয়েছে হনুমানের স্টিকার। এই গাড়িগুলি কলেজগুলি থেকে খাতা আনার কাজে ব্যবহার করা হচ্ছে। একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের গাড়িতে এমন ধর্মীয় স্টিকার এবং স্লোগানকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে। সমালোচনায় সরব হয়েছেন শিক্ষামহলের বিশিষ্টরা।

আরও পড়ুনঃ কলকাতা বিশ্ববিদ্যালয়ে কি আধ্য়াত্মিক ম্যানেজমেন্ট নিয়ে পাঠক্রম হবে? হল বিরাট সিদ্ধান্ত

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন কলেজ থেকে খাতা আনার জন্য ৭টি গাড়ি ভাড়া নেওয়া হয়েছে। সেই গাড়িগুলির মধ্যে দুটি গাড়িতে ধর্মীয় স্টিকার এবং স্লোগান রয়েছে। এর সঙ্গে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বোর্ডও রয়েছে গাড়িগুলিতে। একটি ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয়ের গাড়িতে এরকম ধর্মীয় স্লোগান দেখে হতবাক হয়েছেন শিক্ষামহলের বিশিষ্টরা। কেন তা ব্যবহার করা হবে? তা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা।

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির বক্তব্য, এটা খুবই অবাক করার বিষয়। সেক্ষেত্রে কলকাতা বিশ্ববিদ্যালয়ের নীতিগত দিক থেকে পিছিয়ে যাচ্ছে বলে তারা মনে করছে। সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয় নিজের নিয়মই মানছে না বলে অভিযোগ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির। আবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্দরে হিন্দুত্ববাদী রাজনীতি মাথা চাড়া দিয়ে উঠছে বলে অভিযোগ করেছে ছাত্রদের একটি সংগঠন। তাদের বক্তব্য, বিগত কয়েক বছরে বিশ্ববিদ্যালয়ের অন্দরে হিন্দুত্ববাদী রাজনীতি ক্রমশ প্রকট হচ্ছে। এনিয়ে শিক্ষকদের মারধর করা হয়েছে বলেও অভিযোগ তুলেছে ছাত্র সংগঠন। এমন অবস্থায় তারা গাড়িগুলি প্রত্যাহারের দাবি জানিয়েছে।

অন্যদিকে, বামেদের আরও একটি ছাত্র সংগঠনের মতে, ঐতিহ্যবাহী কলকাতা বিশ্ববিদ্যালয়ে ধর্মনিরপেক্ষতাকে আঘাত করা হচ্ছে। শুধু তাই নয় ক্যাম্পাসের মধ্যেও মন্দির স্থাপন করা হচ্ছে বলে তাদের অভিযোগ। তাদের বক্তব্য, বিশ্ববিদ্যালয়কে ধর্মীয়করণ করার চেষ্টা করা হচ্ছে। 

যদিও বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, গাড়িগুলি অন্য জায়গা থেকে ভাড়া নেওয়া হয়েছে। আগে থেকেই গাড়িগুলিতে ধর্মীয় স্টিকার এবং স্লোগান ছিল। ওই গাড়িগুলি সরস্বতী প্রেস থেকে ভাড়া নেওয়া হয়েছে। গাড়িগুলি বিভিন্ন কলেজ থেকে পরীক্ষার খাতা আনার কাজে ব্যবহার করা হয়। পরে গাড়িগুলিতে বিশ্ববিদ্যালয়ের তরফে বোর্ড লাগানো হয়েছে। তবে গাড়িগুলিতে যে ধর্মীয় স্টিকার এবং স্লোগান থাকা যে উচিত নয়, সেকথা মেনে নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শান্তা দত্ত। তিনি জানান, এনিয়ে আগামীদিনে নজর রাখা হবে। 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here