Home আপডেট Cancelled Local Trains in Sealdah: শিয়ালদার ১২ শাখায় শনিতে বাতিল ৪৩ লোকাল ট্রেন, পরে ছাড়বে ৩ এক্সপ্রেস- পুরো লিস্ট

Cancelled Local Trains in Sealdah: শিয়ালদার ১২ শাখায় শনিতে বাতিল ৪৩ লোকাল ট্রেন, পরে ছাড়বে ৩ এক্সপ্রেস- পুরো লিস্ট

Cancelled Local Trains in Sealdah: শিয়ালদার ১২ শাখায় শনিতে বাতিল ৪৩ লোকাল ট্রেন, পরে ছাড়বে ৩ এক্সপ্রেস- পুরো লিস্ট

[ad_1]

শনিবার শিয়ালদা লাইনে ৪৩টি লোকাল ট্রেন বাতিল করা হল। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, শুক্রবার রাত ১১ টা ৩৫ মিনিট থেকে শনিবার সকাল ৭ টা ৩৫ মিনিট পর্যন্ত দমদম মেন লাইনে রক্ষণাবেক্ষণের কাজ চলবে। ট্র্যাফিক ব্লক করা হবে। সেজন্য শনিবার শিয়ালদা ডিভিশনের ১২টি শাখায় আপ ও ডাউন মিলিয়ে মোট ৪৩টি লোকাল ট্রেন বাতিল থাকবে বলে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে। 

শিয়ালদা থেকে বাতিল লোকাল ট্রেনের তালিকা

১) শিয়ালদা-বনগাঁ লোকাল ট্রেন: আপ ৩৩৮১৩ এবং ডাউন ৩৩৮১৪। 

২) শিয়ালদা-হাবরা লোকাল ট্রেন: আপ ৩৩৬৫১, আপ ৩৩৬৫৩, ডাউন ৩৩৬৫২ এবং ডাউন ৩৩৬৫৪। 

৩) হাওড়া-হাসনাবাদ লোকাল ট্রেন: আপ ৩৩৫১১ এবং ডাউন ৩৩৫১২।

৪) শিয়ালদা-ডানকুনি লোকাল ট্রেন: আপ ৩২২১১, আপ ৩২২১৩, আপ ৩২২১৫, আপ ৩২২১৭, আপ ৩২২১৯, ডাউন ৩২২১২, ডাউন ৩২২১৪, ডাউন ৩২২১৬, ডাউন ৩২২১৮ এবং ডাউন ৩২২২০।

৫) শিয়ালদা-দত্তপুকুর লোকাল ট্রেন: আপ ৩৩৬১৩, ডাউন ৩৩৬১২ এবং ডাউন ৩৩৬১৬।

৬) শিয়ালদা-শান্তিপুর লোকাল ট্রেন: আপ ৩৩৫১৩ এবং ডাউন ৩৩৫১৪।

৭) শিয়ালদা-গেদে লোকাল ট্রেন: আপ ৩১৯১১ এবং ডাউন ৩১৯১৪।

৮) শিয়ালদা-কৃষ্ণনগর লোকাল ট্রেন: আপ ৩১৮১৩, আপ ৩১৮১৫, ডাউন ৩১৮০২ এবং ডাউন ৩১৮১৪।

৯) শিয়ালদা-ব্যারাকপুর লোকাল ট্রেন: আপ ৩১২১৩ এবং ডাউন ৩১২১৪।

১০) শিয়ালদা-নৈহাটি-বজবজ লোকাল ট্রেন: আপ ৩১৪১১, ডাউন ৩৪০৫২, আপ ৩১০৫১, ডাউন ৩১৪২২, আপ ৩১৪৭১ এবং ডাউন ৩১৪১৮।

১১) বজবজ-শিয়ালদা লোকাল ট্রেন: আপ ৩৪১১৭ এবং ডাউন ৩৪১১৮।

১২) শিয়ালদা-রানাঘাট লোকাল ট্রেন: আপ ৩১৬১১, আপ ৩১৬১৫, ডাউন ৩১৬১২ এবং ডাউন ৩১৬১৪।

আরও পড়ুন: Local trains cancelled in Howrah: শনিবার ২২ লোকাল ট্রেন হাওড়া-বর্ধমান লাইনে! কোনগুলি চলবে না? দেখুন পুরো তালিকা

শনিবার কোন কোন এক্সপ্রেস ট্রেনের সূচি পরিবর্তন করা হয়েছে?

১) ১৩১৭৫ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস: সকাল ৬ টা ৫০ মিনিটের পরিবর্তে  সকাল ৭ টা ৩৫ মিনিটে শিয়ালদা থেকে ছাড়বে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস।

২) ১৩১১৩ হাজারদুয়ারি এক্সপ্রেস: সকাল ৬ টা ৫০ মিনিটে কলকাতা থেকে ছাড়ার কথা ছিল। সেটা সকাল ৭ টা ৫০ মিনিটে ছাড়বে।

৩) ১৩১০৮ মৈত্রী এক্সপ্রেস: সকাল ৮ টা ৫ মিনিটে কলকাতা থেকে ছাড়বে। যা সকাল ৭ টা ১০ মিনিটে ছাড়ার কথা ছিল।

আরও পড়ুন: Local Train vs Vande Bharat Express Race: কোলাঘাটে বন্দে ভারতের সঙ্গে ‘রেস’ লোকাল ট্রেনের, টপকালও ১ বার- ড্রোন ভিডিয়ো

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here